সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন। অন্তত ৪ হাজার কর্মসংস্থান হবে এই ক্যাম্পাসে। প্রযুক্তিক্ষেত্রে রাজ্যে আরও কর্মসংস্থান হবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, "১৯৮১ সালে ইনফোসিস যাত্রা শুরু করেছিল। নিউটাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসর উদ্বোধন হল। আজ সকলের জন্য ঐতিহাসিক দিন। ইনফোসিস নতুন প্রকল্প শুরু করায় আমরা খুশি। ৪ হাজার কর্মসংস্থান হবে। দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে ১৭ একর জমির উপরে।" প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানে বাংলা সেরা বলেই মন্তব্য তাঁর। তিনি বলেন, "বাংলা এখন আইটি হাব। আইটিতে প্রচুর সুযোগ। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে। বাংলায় অনেক দক্ষ কর্মী রয়েছেন। প্রতিভা ক্ষেত্রে বাংলা ১ নম্বরে।"
বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইলে, পূর্ণ সহযোগিতা করা হবে বলেই আশ্বাস তাঁর। মমতা বলেন, "১৩ বছরে বাংলায় কোনও কর্মদিবস নষ্ট হয়নি। সিলিকন ভ্যালিতে ২৭ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। বাংলার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাচামিতে বিদ্যুতের কোনও সমস্যা হবে না।" উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের পক্ষে বারবারই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য শিল্প সংস্থার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের বলব, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।"