shono
Advertisement
Mamata Banerjee

রাজ্যপালের আমন্ত্রণে সাড়া, বিকেলে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।
Published By: Sayani SenPosted: 09:40 AM Dec 09, 2024Updated: 09:49 AM Dec 09, 2024

অপরাজিতা সেন: সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতদৃষ্টিতে সৌজন্য বৈঠক হলেও এটি তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, রাজ্যপাল আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রীকে। যেহেতু রাজ্যপাল নতুন ছয় বিধায়কের শপথ নিয়ে কোনও জটিলতা তৈরি করেননি, বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করিয়েছেন; কিংবা উপাচার্য ইস্যুতেও সুপ্রিম কোর্টের বক্তব্যের পর অনেক নরম হতে বাধ্য হয়েছেন, তাই মুখ্যমন্ত্রীও সৌজন্যে খামতি রাখছেন না। তিনিও রাজ্যপালের চা খাওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন। সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।

Advertisement

সূত্রটি আরও বলছে, যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দেখা হয়েছিল মাত্র কয়েক মুহূর্তের জন্য। সে সময় রাজ্যপাল উচ্চগ্রামে সরকারের বিরোধিতা করছিলেন। বিল আটকে রাখছিলেন।

আবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব ছিল তৃণমূল। যদিও এই পরিস্থিতি এখনও পুরো মসৃণ হয়নি, তবু, এর মধ্যে রাজ্যপালের তরফে খানিকটা নরম হওয়ার ইঙ্গিত এসেছে। তাই তাঁর আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবনকেন্দ্রিক জট কিছুটা কাটে, তাতেও সুবিধাই হবে রাজ্য সরকারের। তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আপাতদৃষ্টিতে সৌজন্য বৈঠক হলেও এটি তাৎপর্যপূর্ণ।
  • সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।
Advertisement