সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলাসফরে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম, মালদহ, বর্ধমানের পর এবার ঝাড়খণ্ড ছুঁয়ে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের।
আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। পরদিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বেলা বারোটায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা রয়েছে মমতার।
[আরও পড়ুন: ‘ধান্দাবাজদের হাতে দল’, বিধায়ক হাতছাড়ায় শুভেন্দু-দিলীপদেরই বিঁধলেন তথাগত]
দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা। ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর।
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার আগে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্যের শাসকদলের। আপামর বাংলাবাসীর অভাব অভিযোগ শুনতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন ‘দিদির দূত’রা। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের পরিষেবামূলক সমস্ত প্রকল্পের সুফল পঞ্চায়েত নির্বাচনের ভোটবাক্সে প্রতিফলিত হবে। যা জোড়াফুল শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল সফরে গিয়ে মমতা কী বলেন, সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই।