গৌতম ব্রহ্ম: এখনই অবসর নিচ্ছেন না রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। তাঁর কার্যকালের মেয়াদ আরও তিন মাস বাড়াল রাজ্য় সরকার। নয়া বিজ্ঞপ্তি জারির ফলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্য প্রশাসনের গুরু দায়িত্ব সামলাবেন তিনি।
গত বছর ডিসেম্বর মাসে পদোন্নতি হয়েছিল গোপালিকার। তার আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন তিনি। তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর অবসর নেওয়ার পর সেই পদে বসেন গোপালিকা। প্রশাসন সূত্রে খবর, ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল গোপালিকার। কিন্তু তখনও নির্বাচনী প্রক্রিয়া মিটবে না। ১ জুন শেষ দফার ভোট। ৪ জুন ফলপ্রকাশ। এর মধ্যে কীভাবে রাজ্যের মুখ্যসচিব অবসর নেবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। এর মাঝেই মঙ্গলবার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
[আরও পড়ুন: কেকেআর যেন একান্নবর্তী পরিবার, ফাইনাল জিতে নাইটদের সেলাম গম্ভীর-নায়ারকে]
গোপালিকার মেয়াদবৃদ্ধির জন্য ফেব্রুয়ারি মাসে 'কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন ও প্রশিক্ষণ' মন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। নবান্নের সেই আর্জি এদিন মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রক। চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্য়ের মুখ্যসচিব বি পি গোপালিকার কার্যকালের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল।