সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী অষ্টম শ্রেণি পাশ? ভাবছেন এই প্রতিযোগিতার বাজারে কীভাবে চাকরি জোগাড় করবেন? তবে আপনার জন্য সুখবর। কারণ, বন সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বনদপ্তর (West Bengal Forest Department)। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
মোট শূন্যপদ: ২০০০
আবেদনকারীর যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
২. এ রাজ্যের স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়া নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর ছাড় পাবেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ করে দেবে Amazon, আশ্বাস সংস্থার প্রধানের]
চাকরির শর্ত:
আপাতত ১ বছরের চুক্তিভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। নিযুক্ত প্রার্থীরা যে জেলার বাসিন্দা মূলত সেখানেই তাকে পোস্টিং দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি:
দ্য চিফ কনসারভেটর অফ ফরেস্টের বাসভবনে ডাকযোগে আগামী ৬ আগস্টের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বাসস্থান এবং অভিজ্ঞতার প্রমাণপত্র পাঠাতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য //www.westbengalforest.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ভাল বেতনে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
The post অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.