shono
Advertisement

‘রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক’, অমিত শাহর সঙ্গে দেখা করে নালিশ রাজ্যপালের

ধনকড়ের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য সরকার, কড়া প্রতিক্রিয়া পার্থর। The post ‘রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক’, অমিত শাহর সঙ্গে দেখা করে নালিশ রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Mar 06, 2020Updated: 06:09 PM Mar 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সাত মাস ধরে দেখেছি, তাই জানাচ্ছি।” শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে এসব কথাই জানিয়েছেন বলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলার রাজ্যপাল হিসেবে প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। প্রায় আধঘণ্টা ধরে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করলেন ধনকড়। পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ফের বেসুরে কথা বলেন তিনি।

Advertisement

গত রবিবার CAA’র সমর্থনে সভা করতে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। গোটা একটি দিন তিনি কাটিয়েছেন এখানকার রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে। এরপরই তিনি রাজ্যপালকে ডেকে পাঠিয়েছিলেন। তলব পেয়ে রাজ্যপাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আধঘণ্টা ধরে দু’জনের আলোচনায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কতাবার্তা হয়েছে বলে সূত্রের খবর। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের পরিস্থিতি যে উদ্বেগজনক, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি সবিস্তারে বলেছেন। রাজ্যের বিভিন্ন ভোটে হিংসার ঘটনা ঘটছে, তাও জানিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, নির্বাচনে হিংসা রুখতে যাতে কেন্দ্র কোনও পদক্ষেপ গ্রহণ করে, সেই আবেদনও জানিয়ে এসেছেন ধনকড়। বলেন যে তিনি নিজেই এধরনের কয়েকটি ঘটনার সাক্ষী। মানবাধিকার লঙ্ঘন থেকে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন। 

[আরও পড়ুন: ‘রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য’, নবান্নে জরুরি বৈঠকের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর]

পুরভোটের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব তথ্য তুলে দেওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেক্ষেত্রে পুরভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে তিনি আরও অভিমানী সুরে জানান যে বিধানসভায় তাঁর উদ্বোধনী ভাষণের পুরোটা শোনানো হয়নি। বাদ দেওয়া হয়েছে।

কোনও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছ থেকেই রিপোর্ট নিয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রক। এক্ষেত্রে সেই একই কারণে অমিত শাহ ডেকে পাঠিয়েছিলেন ধনকড়কে। আর ধনকড়ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ নানা খুঁটিনাটি ছবি তাঁর সামনে স্পষ্ট করেছেন। তবে যেভাবে তিনি রাজ্য সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন, তাতে আখেরে রাজ্যের নেতিবাচক ছবিই উঠে এসছে বলে মত অনেকের। এ বিষয়ে শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ওনার এধরনের বক্তব্যে কিছু যায় আসে না। রাজ্য সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই জনতার মতই শেষ কথা। রাজ্যপালের ভূমিকা নগণ্যই।

[আরও পড়ুন: রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বিতর্কে ‘No NRC, No CAA’ লেখা ছবিই যেন মরুদ্যানে পদ্ম]

The post ‘রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক’, অমিত শাহর সঙ্গে দেখা করে নালিশ রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement