সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সি ভি আনন্দ বোসের ( C V Anand Bose) ‘অ্যাকশনে’ ফের তোলপাড় রাজ্য রাজনীতি। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। তাঁকে উপাচার্য পদে নিয়োগ করেছিল রাজ্য। ওমপ্রকাশের ৩ মাসের কার্যকালে বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপ ও পরিচালন সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের হাতে। স্বাভাবিকভাবেই বোসের এই ‘অ্যাকশন’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তারপরই তাঁর পদে আসেন ওমপ্রকাশ মিশ্র। নিয়োগ করেছিল রাজ্য। ছাড়পত্র দিয়েছিল রাজভবন। কিন্তু তাঁর মেয়াদকালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। যার মধ্যে আর্থিক দুর্নীতি অন্যতম। সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে ওমপ্রকাশ মিশ্র বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই তদন্ত। কিছু বিষয় নিয়ে আমি মুখে খুলেছিলাম তাই আমার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল।”
[আরও পড়ুন: জঙ্গল থেকে লোকালয়ে হায়না, আতঙ্কে পিটিয়ে মারল উত্তেজিত জনতা! ভাইরাল ভিডিওয় বিতর্ক]
এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপালকে তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “রাজ্যপাল রাজ্য এবং রাজ্যের উচ্চ শিক্ষাদপ্তরকে এড়িয়ে অতি সক্রিয়তা দেখাচ্ছেন। যা একেবারেই উচিত নয়। বিজেপির হয়ে কাজ করছেন উনি।” উল্লেখ্য, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্য-রাজভবন বিরোধ তুঙ্গে। এরমধ্যেই এই তদন্তের নির্দেশ সেই বিতর্কে যে নতুন করে ঘি ঢালবে তা বলাইবাহুল্য।