সোমনাথ রায়, নয়াদিল্লি: সিপিএম নেতা তথা কঙ্কাল কাণ্ডে বহু সমালোচিত ব্যক্তিত্ব সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য সরকার। সোমবার রাজ্যের তরফে আইনজীবী শীর্ষ আদালতে সুশান্ত ঘোষের (Susanta Ghosh) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। অভিযোগ, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জেলার যত্রতত্র ঘুরে বেড়িয়েছেন, ভোটের প্রচার করেছেন। অথচ, তাঁর গতিবিধিতে নিয়ন্ত্রণ ছিল। এদিন এই মামলার শুনানির সময় সুশান্ত ঘোষের কোনও আইনজীবী ছিলেন না। বিচারপতি পি নরসিমা ও বিচারপতি সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে দু’পক্ষের হলফনামা তলব করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে। তারপর শুনানি।
কঙ্কাল কাণ্ড-সহ একাধিক নাশকতামূলক মামলায় যুক্ত থাকা মেদিনীপুরের গড়বেতার প্রাক্তন সিপিএম (CPM) বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ২০২১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান। তবে শর্ত ছিল এই যে, নিজের এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। গড়বেতায় ঢুকলেও নিজের বাড়িতেই যেতে পারবেন, অন্যত্র না। এভাবেই তাঁর গতিবিধিতে নিয়ন্ত্রণ রেখে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, তিনি গড়বেতায় (Garbeta) গোটা এলাকায় ঘুরেছেন, এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারেও সভা করেছেন। যদিও সুশান্তর বুথে সিপিএম প্রার্থীরা গো-হারা হেরেছেন।
[আরও পড়ুন: সাতসকালে জোড়া খুন রাজ্যের দু’প্রান্তে, দাম্পত্য অশান্তিতে স্ত্রীকে কুপিয়ে, গুলি করে হত্যা]
উল্লেখ্য, দলের মধ্যেই বারবার বিতর্কে জড়িয়ে শেষপর্যন্ত সাসপেন্ড (Suspend) হয়েছিলেন সুশান্ত ঘোষ। তবে ২০২০ সালের ডিসেম্বরে শীর্ষ আদালত তাঁর উপর থেকে গড়বেতায় প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তারপরই নিজের গড়ে ফিরে ফের স্বমহিমায় রাজনীতি শুরু করেন। তাঁকে জেলা সম্পাদকও করা হয়। আর পঞ্চায়েত ভোটেও (Panchayat Election 2023) তাঁকেই প্রচারে নামায় দল। এবার সুশান্ত ঘোষের সেই সক্রিয়তার বিরোধিতায় শীর্ষ আদালতে রাজ্য সরকার। এদিন সুশান্ত ঘোষের তরফে আইনজীবী না থাকায় বিচারপতিরা চার সপ্তাহ সময় দিয়েছেন। তার মধ্যে উভয় পক্ষকে হলফনামা জমা দিতে হবে। তবে এই মামলা সম্পর্কে কিছুই জানতেন না বলে প্রতিক্রিয়া সুশান্তবাবুর। তিনি জানান, ”আমার আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।”