shono
Advertisement
WB HS Class 12 Result 2024

চাঁদ নেমেছে হুগলির ঘোষ পরিবারে! উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যমজ বোন

মেধাতালিকায় হুগলি জেলার জয়জয়কার। মেধাতালিকায় রয়েছেন হুগলি জেলার ১৩ জন।
Published By: Subhankar PatraPosted: 05:16 PM May 08, 2024Updated: 06:14 PM May 08, 2024

সুমন করাতি, হুগলি: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেলেন হুগলির যমজ বোন। ছোট বোন স্নেহা ঘোষ ৪৯৩ নম্বর পেয়ে মেধা তালিকায় চতুর্থ স্থান ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। দিদি সোহা ঘোষের প্রাপ্ত নম্বর ৪৮৭। তিনি মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছেন। দুই বোন চন্দননগর কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। যমজ বোনের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার-সহ পাড়াতে।

Advertisement

এবছর ৬৯ দিনের মাথায় প্রকাশ হল উচ্চ মাধ্যমিকের ফল। ফল প্রকাশের পর জানা যায়, রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন স্নেহা। দশম স্থানে নাম আসে সোহার। খুশির জোয়ার নামে পরিবারে। চতুর্থ স্থান অধিকারী স্নেহা ঘোষ বলেন, "পরিবার থেকে স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সকলের সাহায্য এই রেজাল্ট করতে পেরেছি। আগামীতে অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।" তিনি ও তাঁর দিদি মেধাতালিকায় রয়েছেন সে বিষয়ে স্নেহা বলেন, " যখন আমার নাম ঘোষণা হল, তখন একটু হলেও মনে ক্ষেদ ছিল। মন থেকে ভগবানের কাছে চাইছিলাম দিদির কিছু হোক। দিদির নাম দশম স্থানে আসার পর সাফল্য পূর্ণতা পেল।" দুই সন্তানের এই সাফল্যে তাঁদের মা অপর্ণা ঘোষ বলেন, "দুই মেয়ের সাফল্যে খুব খুশি আমরা।"

[আরও পড়ুন: একধাক্কায় নামল পারদ, ফের কালবৈশাখীর পূর্বাভাস, কতদিন চলবে বৃষ্টি?]

যমজ বোনের সাফল্যের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result) মেধাতালিকায় হুগলি (Hoogly) জেলার জয়জয়কার। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৫৮ জন। তার মধ্যে হুগলি জেলারই ১৩ জন। স্নেহা ও সোহা-সহ আরও এগারো জন রয়েছেন তালিকায়। ষষ্ঠ স্থানে রয়েছেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের রুদ্র দত্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। ষষ্ঠ স্থানে রয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য। তিনি পেয়েছেন ৪৯১। সপ্তম স্থান দখল করেছেন ঋতব্রত দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তিনি হুগলি কলিজিয়েট স্কুল ছাত্র।

আরেকজন সপ্তম স্থানে আছেন। মহম্মদ সঈদ। তিনি আরামবাগ হাই স্কুলের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯০। অষ্টম স্থানে রয়েছেন মহেশ রামকৃষ্ণ আশ্রমে স্কুলের অস্মিতকুমার মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯। যুগ্মভাবে অষ্টম হয়েছেন আরামবাগ হাই স্কুলের সোমশুভ্র কর্মকার। প্রাপ্ত নম্বর ৪৮৯। নবম স্থানে রয়েছেন পৃথা দত্ত। তিনি চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। হুগলি থেকে যুগ্মভাবে নবম হয়েছেন বৃষ্টি পাল। তিনি চুঁচুড়া বালিকা বাণী মন্দিরের পড়ুয়া। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে রয়েছে সৃজনী ঘোষ। তিনি কৃষ্ণভবানী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী, প্রাপ্ত নম্বর ৪৮৭। দশম স্থানে আছে বেগম পুর হাই স্কুলের ছাত্রী বৃষ্টি দত্ত, প্রাপ্ত নম্বর ৪৮৭। এছাড়াও দশম স্থান অধিকার করেছেন তৌফিক মামুদ । তিনি রহিমপুর নবগ্রাম হাই স্কুলের পড়ুয়া তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭।

[আরও পড়ুন: HS Result 2024: ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালে উচ্চ মাধ্যমিকের ফলাফল, কীভাবে জানবেন? জেনে রাখুন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেলেন হুগলির জমজ বোন। ছোট বোন স্নেহা ঘোষ ৪৯৩ নম্বর পেয়ে মেধা তালিকায় চতুর্থ। দিদি সোহা ঘোষ দশম স্থানে রয়েছেন।
  • দুই বোন চন্দননগর কৃষ্ণভাবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। জমজ বোনের এই সাফল্য খুশির হাওয়া পরিবার-সহ পাড়াতে।
  • যমজ বোনের সাফল্যের পাশাপাশি উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় হুগলি জেলার জয়জয়কার। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৫৮ জন। তার মধ্যে হুগলি জেলারই ১৩ জন।
Advertisement