shono
Advertisement
Moloy Ghatak

ইডির আর্জি খারিজ, 'সুপ্রিম' নির্দেশে স্বস্তিতে মন্ত্রী মলয় ঘটক

দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।
Published By: Paramita PaulPosted: 02:25 PM Sep 20, 2024Updated: 05:24 PM Sep 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির আর্জি খারিজ। 'সুপ্রিম' নির্দেশে স্বস্তিতে মন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

Advertisement

কয়লা পাচার মামলার জাল গোটাতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্ক্যানারে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক(Moloy Ghatak)। তাঁকে একাধিক জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তল্লাশি হয়েছে বাড়িতে। তদন্তকারী সংস্থা মন্ত্রীকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। কিন্তু দিল্লি হাই কোর্ট সাফ জানিয়েছিল, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তাদের সেই আর্জি খারিজ করে দেন। উলটে প্রশ্ন করেন, ১৮১ দিন পর দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করার অর্থ কী?

২০২২ সালে সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। উল্লেখ্য, বেশ কয়েকজন ইসিএল আধিকারিকের গ্রেপ্তারির পর মলয়ে ঘটকের বিরুদ্ধে কয়লা পাচার তদন্তে নামে সিবিআই। একই সঙ্গে এই মামলায় ইডির স্ক্যানারেও মলয় ঘটক। 

কলকাতায় পূর্ণাঙ্গ অফিস থাকা সত্ত্বেও কেন মন্ত্রীকে বার বার দিল্লিতে তলব করা হচ্ছে, এই উল্লেখ করেই আদালতের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। আবেদনে হাতিয়ার করেন এই সংক্রান্ত অন‌্য এক মামলায় দিল্লি হাই কোর্টের নির্দেশ ও তাঁর বয়সের বিষয়টি। ইডির তরফে বলা হয় ১২ বার সমন পাঠানো হলেও ১১ বারই তা এড়িয়ে গিয়েছেন মলয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডির আর্জি খারিজ।
  • 'সুপ্রিম' নির্দেশে স্বস্তিতে মন্ত্রী মলয় ঘটক।
  • কয়লা পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি।
Advertisement