সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোট বড় বালাই। জঙ্গলমহল পুরুলিয়ায় জেলা পরিষদ (Zilla Parishad) স্তরে ভোট পেতে ৪৫টি আসনের মধ্যে ১৮ টিতেই কুড়মি-মাহাতো জনজাতির নেতাদের প্রার্থী করল বামফ্রন্ট। কুড়মি ভোট যাতে বামফ্রন্টের পক্ষে পড়ে, সেই কথা মাথায় রেখেই পুরুলিয়া (Purulia) জেলা বামফ্রন্টের এই কৌশল বলে মনে করা হচ্ছে। শনিবার বিকালে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

আসলে গত তিন মাস ধরে জঙ্গলমহলের (Junglemahal) জেলাগুলিতে কুড়মি জনজাতিদেরকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। এই আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে যে পুরুলিয়ায় আদিবাসী কুড়মি (Kurmi) সমাজ শাসকদলকে ভোট দিতে নিষেধ করে প্রচার চালাচ্ছে। সেই সঙ্গে কুড়মি জনজাতির মানুষজনের দেওয়ালে কোনও রাজনৈতিক প্রচার হবে না বলেও তাদের পূর্বের ঘোষণামতো দেওয়াল লিখন করে প্রচার হচ্ছে। এই অবস্থায় কুড়মি ভোট যাতে সহজেই টানা যায় এই কারণেই ৪৫ টি আসনের মধ্যে ১৮ টিতে ওই জনজাতির নেতাকে প্রার্থী করেছে বামফ্রন্ট (Left Front)। তবে এই বিষয়ে পুরুলিয়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, “বিগত পঞ্চায়েত নির্বাচনগুলিতেও সংখ্যাটা একই রকম ছিল।” কিন্তু পুরুলিয়া জেলা বামফ্রন্টে জেলা পরিষদ স্তরে অতীতে কয়েকটি প্রার্থী তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে, শতাংশের বিচারে এই সংখ্যক কুড়মি জনজাতির নেতা ছিল না।
[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]
পুরুলিয়া জেলা বামফ্রন্টের এই প্রার্থী তালিকা থেকে দেখা যাচ্ছে যে ৬ জন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রার্থী রয়েছেন, তার মধ্যে ৪ জন কুড়মি জনজাতির নেতা। সিপিএমের ৩৯ টি প্রার্থীর মধ্যে ১৪ জন কুড়মি জনজাতির। জেলা পরিষদের এই ৪৫ টি আসনের মধ্যে মহিলা এবং সর্বসাধারণের জন্য আসনেও কুড়মি জনজাতিকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে জেলা বামফ্রন্ট। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, “আমাদের জনজাতির নেতারা যাতে কোনও রাজনৈতিক দলের প্রার্থী না হন সেই বিষয়ে আমাদের প্রচার চলছে। আমাদের জনজাতির নেতাদেরকে আমরা রাজনৈতিক সঙ্গ ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। সিপিএমের যে ১৮ জন প্রার্থী হয়েছেন, তাদের কাছে গিয়ে বলা হবে প্রার্থী না হওয়ার জন্য।”
[আরও পড়ুন: মহিলাকে ধর্ষণ, কিশোরী মেয়েকে যৌন হেনস্তার পর ধর্মান্তকরণের চেষ্টা, ফের অনাচার যোগীরাজ্যে]
পুরুলিয়া জেলা বামফ্রন্টের এই প্রার্থী তালিকায় ৪৫ টি আসনের মধ্যে আরএসপি (RSP) বা সিপিআইকে (CPI) কোনও আসন ছাড়া হয়নি। এদিন বিকালে পুরুলিয়া জেলা সিপিএম (CPM) কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা বামফ্রন্ট গতভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করার সময় সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক প্রদীপ রায় ছাড়াও ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সভাপতি স্বপনকুমার মাহাতা, সিপিআই-র জেলা সম্পাদক সুভাষ মাঝি ও আরএসপির জেলা সম্পাদক অত্রি চৌধুরী।