shono
Advertisement

WB Panchayat Poll: লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা! পাঁচশোর বদলে মাসে ২ হাজার দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

তীব্র কটাক্ষ তৃণমূলের।
Posted: 11:50 PM Jul 04, 2023Updated: 11:50 PM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণার ভাণ্ডার। ৫০০ টাকার বদলে মাসে ২ হাজার টাকা। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll) প্রচারে নয়া প্রতিশ্রুতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিঁধেছেন বিজেপি নেতারা। কিন্তু সরকারি প্রকল্পের জনপ্রিয়তা দেখে এবার একই ধরনের প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপিও। ইতিমধ্যে এনিয়ে গেরুয়া শিবিরকে বিঁধেছে তৃণমূল।

Advertisement

মঙ্গলবার ফুলিয়ার জনসভা থেকে রাজ্য়ের বিরোধী দলনেতার আশ্বাস, “বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। অন্নপূর্ণা ভাণ্ডারে ২০০০ টাকা করে মাসে মাসে মা-বোনেদের দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই প্রকল্প কার্যকর করা হবে।” একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন বিজেপি নেতা। তাঁর কথায়, “লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব ধমকাচ্ছে ভাইপো। ৫০০ টাকা দেয় সেটাও চলে যায় লটারির দোকানে।”

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে’, ‘নিয়ম’ জানালেন মুখ্যমন্ত্রী]

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ভাইপো লটারি।” এরপরই রাজ্যে রাজনৈতিক পালাবদলের হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, “আপনারা বিজেপিকে পঞ্চায়েতে জেতান। সেমি ফাইনালে বিজেপির ১৮’র জায়গায় ৩৬ হবে।” তারপরই তৃণমূলের বিদায় ঘণ্টা বাজবে বলে দাবি বিরোধী দলনেতার। শুধু শুভেন্দু নন, এদরের প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও। 

পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে বিজেপি নেতারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু প্রতিশ্রুতি দিচ্ছেন। এ বিষয়টিকে এদিন তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পর বিজেপি বলেছিল, মাসে ৫০০ টাকা ভিক্ষা দেওয়ার মতো, সেই নেতারাই এখন বলছেন, তাঁরা ক্ষমতায় এলে ৫০০র বদলে দু’হাজার টাকা করে দেবেন। সেই ভিক্ষাতুল্য প্রকল্প এখন ভগবানের প্রসাদের মতো। তাই তা নিয়ে এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাহলেই বুঝে দেখুন কেমন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।”

[আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে তোলাবাজি! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই ধৃত হাই কোর্টের কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement