shono
Advertisement

‘গণতন্ত্রের জয়’, হাই কোর্টের রায়ে চাঙ্গা বিরোধী শিবির

গান্ধীমূর্তির পাদদেশে অনশন ও ধরনায় বিজেপির কৈলাস-মুকুল-বাবুলরা৷ The post ‘গণতন্ত্রের জয়’, হাই কোর্টের রায়ে চাঙ্গা বিরোধী শিবির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:06 PM Apr 12, 2018Updated: 03:21 PM Apr 12, 2018

সংবাদ প্রতিদিন ব্যুরো: নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট৷ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ জারি হওয়ায় খুশির হাওয়া বিরোধী শিবিরে৷ আদালতের রায় নিজেদের জয় হিসাবে তুলে ধরতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিজেপি৷ নিজেদের মতো করেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস-সিপিএম৷ নির্বাচন প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য৷

Advertisement

হাই কোর্টের রায়কে ঢাল করে ইতিমধ্যেই প্রশাসনের উপর লাগাতার চাপ বাড়ানোর কৌশলও নিয়ে ফেলেছে বিজেপি৷ গান্ধীমূর্তির নিচে শুরু হয়েছে বিজেপির অনশন ও ধরনা৷ কৈলাশ বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, মুকুল রায় অংশ নিয়েছেন বিজেপির অনশন মঞ্চে৷ হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে কৈলাশ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এটা গণতন্ত্রের জয়৷ রাজ্যে পঞ্চায়েত ভোটে যে অরাজকতা চলছিল, গণতন্ত্র লুট করছিল তৃণমূল সরকার৷ হাই কোর্টের রায়ের পর তৃণমূলের গালে জোর থাপ্পড় পড়ল৷’’ এদিনের এই রায় ঘোষণা নিয়ে গণতন্ত্রের জয়ের জন্য গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিজেপি নেতারা৷ হাই কোর্টের রায় নিয়ে রাহুল সিনহা বললেন, ‘‘রায়ে প্রমাণিত, মনোনয়ন প্রক্রিয়া সঠিক হয়নি। গণতন্ত্র লুট চলছিল। এই রায় ঐতিহাসিক রায়। তৃণমূলের গুন্ডামির পরাজয়।’’ হাই কোর্টের রায় নিয়ে বাবুল সুপ্রিয় বললেন, ভোটের নামে প্রহসন চলছিল। এই রায় তৃণমূল সরকারের কাছে ঝটকা।’’

এদিন জলপাইগুড়ির বামেদের কর্মিসভায় যোগ দিতে গিয়ে সূর্যকান্ত মিশ্র আদালতের রায়কে স্বাগত জানান৷ রায়ে সাফল্য পাওয়া গেলেও লড়াই শিথিল করার প্রশ্ন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি৷ পূর্বের কর্মসূচি অনুযায়ী, আগামিকাল বনধ হচ্ছে বলেই জানিয়েছেন তিনি৷ সাংবাদিক বৈঠক ডেকে এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘‘আজ আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল, আমাদের ছ’ঘণ্টার ডাকা বাংলা বনধের যথার্থতা আছে৷’’ বৃহস্পতিবার হাই কোর্টের রায় ঘোষণার জেরে নির্বাচন কমিশন আগামী ১৬ এপ্রিল পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না৷ কার্যকর থাকবে না নির্বাচনী আচরণ বিধি৷ সরকারি নিয়ম মোতাবেক, তিন দফায় রাজ্যে ভোট হওয়ার কথা৷ এখনও নির্বাচনের বহু কাজ বাকি৷ কিন্তু আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আদালত যাবতীয় প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল আজ৷ সেই সঙ্গে নির্বাচন সংক্রান্ত সব তথ্য আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷ হাই কোর্টের নির্দেশে খুশি বিজেপি৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই স্থগিতাদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার৷

The post ‘গণতন্ত্রের জয়’, হাই কোর্টের রায়ে চাঙ্গা বিরোধী শিবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement