নিরুফা খাতুন: পৌষ প্রায় শেষের পথে। সংক্রান্তির আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কিন্তু এখনও সে অর্থে দেখা মেলেনি শীতের। ঠান্ডা জবুথবু করতে পারেনি রাজ্যবাসীকে। সংক্রান্তিতে কি হাড় কাঁপানো শীত অনুভূত হবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু নাহ! এবারও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে 'উষ্ণ'ই। তবে আগামী সোমবার দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের।
হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার পর্যন্ত বাংলায় শীতের আমেজ বজায় থাকবে। পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির হবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি। শনিবার আরও বাড়বে কুয়াশা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকা। এদিকে অতিঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশে। হিমাচলপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশায় ঘন কুয়াশার সতর্কতা।