নিরুফা খাতুন: সময়ের সঙ্গে সঙ্গে দুর্দান্ত ব্যাটিং শীতের (Winter)। রবিবার বঙ্গে আরও নামল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে আরও কম তাপমাত্রা। হাড়হিম ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সেখানে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। শীতের স্পেল চলবে বেশ কিছুদিন। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে চলেছে। উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ (Cold Passege) তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে উত্তর ভারতের পাশাপাশি গোটা দেশেই তাপমাত্রা কমবে। পাঞ্জাব, দিল্লিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রিতে।
[আরও পড়ুন: এক সেমিস্টারে ফেল করলেও ফেল নয়! উচ্চমাধ্যমিকের নয়া নিয়ম আগামী শিক্ষাবর্ষ থেকেই]
গত ১২ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে শীতের স্পেল। অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে রবিবার। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও দশের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। মঙ্গল, বুধবারের মধ্যে তাপমাত্রা আরও অন্তত দু ডিগ্রি কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। কুয়াশার বেশি থাকার সম্ভাবনা কোচবিহারে।