নিরুফা খাতুন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঝোড়ো ব্যাটিং শীতের। মরশুমের প্রথম কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা ১৫.৩। মরশুমের শীতলতম দিন। শীতে প্রায় জবুথুবু একাধিক জেলা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ১২ ডিগ্রি ছুঁয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। তার ফলে আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দুদিনে দিনের তাপমাত্রাও কমবে বেশ খানিকটা। ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশার দাপটও। বাংলার পাশাপাশি বিহার, ঝাড়খন্ড ও ওড়িশাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচার! মাস্টারমাইন্ড আলমের খোঁজে হন্যে গোয়েন্দারা]
মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নিচে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। পূর্ব ও মধ্য ভারতে আগামী দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।