নিরুফা খাতুন: এবার কি দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরাবে বৃষ্টি? ফের ফিরবে তাপপ্রবাহের দাপট? হাওয়া অফিসের পূর্বাভাসে ক্রমশ জোরাল হচ্ছে সেই আশঙ্কা। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে দিনকয়েক বৃষ্টির দেখা মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। তবে সোমবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
[আরও পড়ুন: ‘গরিব’ বাম প্রার্থী সুজন, স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! জেনে নিন সম্পত্তির পরিমাণ]
বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রা। পরবর্তী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে আগামী সাতদিনে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বাংলায়।
উত্তরবঙ্গের সব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।