নিরুফা খাতুন: রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে কলকাতায় বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। আগামিকাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পরিবর্তে সোমবার থেকে বাড়তে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭-৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
[আরও পড়ুন: আড়ালে বসে ষড়যন্ত্র, ‘পিকচারে’ না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই! বিস্ফোরক CBI]
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট থাকবে। সোম ও মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবারের মধ্যে দার্জিলিংয়ে হালকা তুষারপাতও হতে পারে। এদিকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে কুয়াশার দাপট বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হতে পারে বৃষ্টি।