নিরুফা খাতুন: পৌষ মাস শেষ হতে চলেছে তবু শীতের দেখা নেই। রাতের দিকে শিরশিরানি হলেও সকাল থেকেই সূর্যদেবের চোখরাঙানি। রীতিমতো গা জ্বালাচ্ছে রোদের তেজ। তবে কি নতুন বছরে ঠান্ডা পালাল? কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় একইরকম থাকবে তাপমাত্রা। তার পর থেকে বাড়বে শীত। আগামী রবিবারের মধ্যে দুই-তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? সপ্তাহান্তে ফের শীতের আমেজ। ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা-মাঝারি কুয়াশা। বেলায় পরিষ্কার আকাশ।
[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]
সকালে উত্তরবঙ্গের তিন ও দক্ষিণবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে কাল থেকে ঘন কুয়াশার দাপট কমবে। উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি।। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং-এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা রয়েছে উত্তরেও।