shono
Advertisement

Breaking News

এনএসজি-তে ভারতের প্রবেশ এবছরই, আশাবাদী বিদেশমন্ত্রী

এনএসজি নিয়ে সাম্প্রতিক জটিলতার পরিবেশ উড়িয়ে দিয়ে এমনই আশার কথা শোনালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ The post এনএসজি-তে ভারতের প্রবেশ এবছরই, আশাবাদী বিদেশমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 PM Jun 19, 2016Updated: 06:03 PM Jun 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের এলিট পরমাণু ক্লাবে এবছরই ভারতের প্রবেশ প্রায় নিশ্চিত৷ তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত সরকার৷ এমনকী চিনও সে প্রক্রিয়ায় বাধা হয়ে উঠবে না৷ এনএসজি নিয়ে সাম্প্রতিক জটিলতার পরিবেশ উড়িয়ে দিয়ে এমনই আশার কথা শোনালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷

Advertisement

এনএসজি-তে ভারতের প্রবেশকে সমর্থন জানিয়েছে আমেরিকার মতো দেশ৷ কিন্তু গোড়া থেকে এ প্রক্রিয়ায় বাধা দিয়েছে চিন ও পাকিস্তান৷ ভারত এই ক্লাবে প্রবেশ করলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পরমাণু নিয়ে প্রতিযোগিতা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে চিন৷ তবে চিনের এই বাধাদানকে খুব একটা গুরুত্ব দিলেন না বিদেশমন্ত্রী৷ জানালেন, চিন সেই অর্থে বাধা দিচ্ছে না৷ আনুষঙ্গিক প্রক্রিয়া খতিয়ে দেখার কথাই বলছে৷ সুষমা জানান, এ ব্যাপারে চিনকে বোঝাতে আলাদা করে কথাও বলবে ভারত৷পাকিস্তানের বাধাও যে কাটবে সে ব্যাপারেও আশার আলো দেখালেন বিদেশমন্ত্রী৷ জানালেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত ভাল৷ এই পরিস্থিতিতে ভারতের এনএসজি-তে প্রবেশ নিয়ে ভবিষ্যতে চিন ও পাকিস্তানের বাধা ততটা কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে৷ বিদেশমন্ত্রীর কথাতেও মিলল সেই ইঙ্গিত৷ বেশ প্রত্যয়ের সঙ্গেই তিনি জানালেন, এবছরই ভারত যাতে এনএসজি-তে যোগ দিতে পারে তা নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার৷ বিশ্বের এই পরমাণু ক্লাবে ভারতের যোগদান যে স্রেফ সময়ের অপেক্ষা, তা তাঁর কথাতেই স্পষ্ট৷ এনএসজি-তে অন্য কোনও দেশের প্রবেশের ক্ষেত্রেও যে ভারত বাধা হয়ে দাঁড়াবে না তাও এদিন খোলাখুলি জানিয়ে দেন সুষমা৷ তাঁর কথায় বার্তাটি স্পষ্ট৷ এখন ভারতকে যে দেশ সমর্থন জানাবে, ভবিষ্যতে তারাও যে ভারতের থেকে সমর্থন পাবে তা পরোক্ষে জানিয়েই রাখলেন তিনি৷ সেক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন জানাতেও হয়ত দ্বিধা করবে না ভারত৷

পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠারও ইঙ্গিত দিলেন তিনি৷ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর দৌত্যের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত যখন কথা বলে তখন বিশ্বের সব দেশ তা শোনে৷ গত দু’বছরে ভারতে বিদেশি লগ্নির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার কথাও বলেন তিনি৷ ২০১৬-র মধ্যে বিশ্বের সব দেশের সঙ্গে ভারত যে সুসম্পর্ক তৈরি করে ফেলবে সে কথাও এদিন জানিয়ে রাখলেন সুষমা৷

The post এনএসজি-তে ভারতের প্রবেশ এবছরই, আশাবাদী বিদেশমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement