নব্যেন্দু হাজরা: হালকা ঠান্ডায় মজেছে শহরবাসী। সকালের দিকে মিঠে রোদ। আর রাতে শিরশিরানি ভাব। রাজ্যজুড়ে মনোরম পরিবেশ। হেমন্তের আবহাওয়া চলবে আগামী আরও দু-দিন। দিনের উষ্ণতা কিছুটা বাড়লেও কমবে রাতের তাপমাত্রা। কিন্তু শীতের লম্বা ইনিংসে অন্তরায় সেই নিম্নচাপ। যার জের সপ্তাহন্তে বদলাতে পারে আবহাওয়া। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা আরও কমেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমান ৯৩ শতাংশ। আগামী দু’দিন স্বাভাবিকের নিচেই থাকবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমায় রাজ্যে হালকা শীতের আমেজ থাকবে। কিন্তু শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের জেরে পুবালি হাওয়ার দাপট বাড়বে। সাগর থেকে জলীয়বাষ্প এসে আরও একবার বাড়াবে রাতের তাপমাত্রা। আকাশ থাকবে মেঘলা।
[আরও পড়ুন: কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধ’, মালদহে বধূকে পিটিয়ে ঝুলিয়ে দিল স্বামী]
রবি ও সোমবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “শুক্রবার থেকে আবার জলীয়বাষ্প ঢুকবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন। রবিবার রাত থেকে সোমবার বৃষ্টি হতে পারে সামান্য উপকূলের জেলাগুলিতে।” সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রার তারতম্য থাকায় কুয়াশা হবে সকাল বেলায়।
এদিকে বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় সেটি দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে।
[আরও পড়ুন: দাবি মতো টাকা না মেলায় আড়াই ঘণ্টা ‘অত্যাচার’ বৃহন্নলার, প্রাণ গেল সদ্যোজাতের]
দু’টি অক্ষরেখার রয়েছে কর্নাটকের উপকূলে নিম্নচাপ এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর দিয়ে গেছে। অপর অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া ও কঙ্কনে।