নিরুফা খাতুন: তীব্র দাবদাহে জ্বলছে কলকাতা-সহ গোটা বাংলা। সকাল থেকেই চড়ছে তাপমাত্রার পারদ। আকাশে মেঘের দেখা নেই। বৃষ্টি তো দূরাস্ত। বাসে-ট্রেনে-চায়ের দোকানে একটাই আলোচনা, কবে একটু বৃষ্টি হবে? কবে স্বস্তি মিলবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাংলায়। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পড়শি রাজ্য ওড়িশায়।
সপ্তাহান্তে পশ্চিমের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয়-সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের রাজ্যগুলির মতো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে শুকনো গরম হাওয়া বইবে। তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বওয়ার আশঙ্কাও রয়েছে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারপর হয়তো পরিস্থিতি বদলাতে পারে। এদিকে অত্যধিক গরমের কথা ভেবে বুধবার সকাল থেকে বীরভূমের সব প্রাথমিক স্কুল সকালে করার নির্দেশ দিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ।চেয়ারম্যান প্রলয় নায়েক জানান এই পরিস্থিতিতে সপ্তাহে পাঁচদিন সকাল সাড়ে ছ’টা থেকে ১১টা পর্যন্ত আর শনিবার সাড়ে ন’টায় ছুটি হবে।
[আরও পড়ুন: আচমকা বদলি কলকাতা পুরসভার পার্কিং ম্যানেজার, ফি বৃদ্ধি কাণ্ডের জের?]
শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র দাবদাহ চলবে উত্তরের দুই জেলাতেও। সপ্তাহান্তে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কম।
কলকাতার পরিস্থিতিতে কোনও বদলের সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতার দমদম বিমানবন্দর চত্বরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ছুঁইছুঁই। সবমিলিয়ে পয়লা বৈশাখে এবার গরমে জ্বলবে বাংলা। পরিস্থিতি বদল হতে পারে নতুন বছরে।