shono
Advertisement

Weather Update: রাজ্যজুড়ে আরও কয়েকদিন ঝড়বৃষ্টি, কবে থেকে বদলাবে আবহাওয়া?

রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
Posted: 11:29 AM Mar 19, 2023Updated: 11:34 AM Mar 19, 2023

নিরুফা খাতুন: রবিবারও কাটছে না দুর্যোগ। নতুন সপ্তাহেও রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। কমবে দমকা হাওয়া। বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে পারে। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়াও বইবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হচ্ছে। আপাতত আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।

[আরও পড়ুন: মামাতো ভাইয়ের শিক্ষকতার ‘বেআইনি’ চাকরি, জানতে পারায় খুন দুর্গাপুরের গোটা পরিবার? উঠছে প্রশ্ন]

কবে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

১৯ মার্চ, রবিবার
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও‌ পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গের সব জেলাতে প্রতি ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার-এই পাঁচ জেলাতে।

২০মার্চ, সোমবার

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

[আরও পড়ুন: ডিএ বিতর্কের মধ্যেই সরকারি দপ্তরে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর]

২১ মার্চ, মঙ্গলবার

বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়ের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও একইরকম থাকবে আবহাওয়া।

২২ মার্চ. বুধবার

বুধবার থেকে বৃষ্টি কমবে। ওই দিন থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে চাবাগান এবং আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনও আলু তোলেননি সেই আলুচাষিদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার