shono
Advertisement

কুণাল ঘোষের জনপ্রিয় উপন্যাসই সোহিনীর ওয়েব সিরিজের ভিত, মাও নেত্রীর ভূমিকায় নায়িকা!

এই সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের আরিফিন শুভকে।
Posted: 05:58 PM Nov 14, 2023Updated: 06:24 PM Nov 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব দুনিয়ার সঙ্গে জড়িয়ে গেল কুণাল ঘোষের (Kunal Ghosh) নাম। কীভাবে? সৌজন্যে তাঁর লেখা উপন্যাস ‘পথ হারাবো বলেই’। সাসপেন্সে মোড়া, টানটান এই থ্রিলার গল্প নিয়েই পরিচালক রাহুল মুখোপাধ্যায় তৈরি করছেন ওয়েব সিরিজ ‘লহু’। যেখানে মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে টলিউডের ‘সত্যবতী’ সোহিনী সরকারকে (Sohini Sarkar)। আর গোয়েন্দা হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo)।

Advertisement

২০২০ সালের বইমেলার আগে কুণাল ঘোষের নতুন দুটি বই প্রকাশ পায়। একটি ছিল ‘শাস্তির পর’। আরেকটি নবকল্লোলে প্রকাশিত উপন্যাস ‘পথ হারাবো বলেই’। গল্পের কেন্দ্রবিন্দুতে এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রী। জেলার শহরতলিতে আত্মগোপন করে রয়েছেন তিনি। খবর পেয়ে ছদ্ম পরিচয়ে গোয়েন্দা অফিসারকে পাঠায় পুলিশ। ওদিকে জেলে থাকা মাওবাদীরাও পুলিশের এই পরিকল্পনা টের পেয়ে যায়। তাঁরা আবার অফিসারকে নিকেশ করে নিজেদের নেত্রীকে নিয়ে গা ঢাকা দিতে চায়। লড়াইয়ের ময়দান প্রস্তুত। জিতবে কোন পক্ষ? জানা যাবে রাহুল মুখোপাধ্যায়ের সিরিজ ‘লহু’তে।

[আরও পড়ুন: হৃতিকের ফ্যামিলি অ্যালবামে সাবা, ছেলের দ্বিতীয় বিয়েতে মত দিলেন রাকেশ রোশন?]

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চড়কি’ রয়েছে এই সিরিজ নির্মাণের নেপথ্যে। প্রেম নয়, এই সিরিজের সম্পদ রহস্য। আবার এ গল্প মানবিকতাকেও ছুঁয়ে যায়। এখানেই লেখকের মুনশিয়ানা। তাইতো ‘কিশমিশ’, ‘দিলখুশ’-এর মতো সিনেমার পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাছলেন কুণাল ঘোষের ‘পথ হারাবো বলেই’ জনপ্রিয় উপন্যাসকে।

সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, “আমার এই সিরিজে কোনও প্রেম নেই। পুরোটাই রহস্যে ঘেরা। এর আগে দুটো প্রেমের ছবির করার পর, নতুন কিছু করতে চেয়েছিলাম। তাই এই সিরিজ।” অন্যদিকে সোহিনী জানান, একেবারে নতুন ধরনের কাজ। চ্যালেঞ্জিং তো বটেই। একবারে ভিন্ন ধরনের একটা গল্প। কাজটা দুর্দান্ত হবে বলেই আশা করছেন অভিনেত্রী। আগামী শনিবার থেকেই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা।

[আরও পড়ুন: দীপাবলিতে অঘটন, বাজির আগুনে পুড়ে যায় মাধুরীর চুল! তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement