shono
Advertisement

‘বিহারে ঘণ্টায় ৫০৫৯টি শৌচালয় নির্মাণ করেছে নীতীশ সরকার’

হিসাবে গন্ডগোল বলে সরব তেজস্বী যাদব। The post ‘বিহারে ঘণ্টায় ৫০৫৯টি শৌচালয় নির্মাণ করেছে নীতীশ সরকার’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Apr 11, 2018Updated: 07:18 PM Apr 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচালয় নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গর্বের দাবিকে এবার টুইটারে তুলোধোনা করলেন লালুপুত্র তেজস্বী যাদব৷ বুধবার মোদীকে বিঁধে টুইট করে তেজস্বী লেখেন, ‘‘প্রধানমন্ত্রী বিহারের জন্য সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ করেছেন বলে দাবি করেছেন৷ যদি, সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ হয়ে থাকে তাহলে ঘণ্টা পিছু কটা সৌচালয় নির্মাণ হতে পারে তা কি জানা আছে প্রধানমন্ত্রীর৷’’

Advertisement

এদিন অঙ্ক কষে তেজস্বী লেখেন, ‘‘মোদী বলছেন বিহারে সপ্তাহে ৮.৫০ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে৷ মোদীর দেওয়া সূচক বলছে, বিহারে প্রতিঘণ্টায় ৫০৫৯টি শৌচালয় নির্মাণ হয়েছে৷ মিনিটে ৮৪.৩১টি৷ সত্যি, মোদী সাহেব! এটাও সম্ভব? তবে, আমি বিশ্বাস করি, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী মোদীর এই মিথ্যা দাবি মেনে নিতে পারবেন না৷’’

বুধবার তেজস্বীর এই ব্যঙ্গ টুইট নিয়ে গরম হয়ে উঠেছে বিহারের রাজনীতি৷ কেননা, স্বচ্ছ ভারত অভিযানে বড়সড় সাফল্যের জন্য নীতীশ কুমারের বিজেপি সরকারকে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিহারের নীতীশ কুমার সরকারের প্রশংসা করতে প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহে বিহারের ৮.৫ লক্ষ শৌচালয় তৈরি হয়েছে৷ এটি মোটেই সহজ কাজ নয়৷ এর জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানাচ্ছি৷’ স্বচ্ছ ভারত অভি‌যানের সঙ্গে ‌যুক্ত কর্মীদের এক সভায় ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী এদিন আরও জানান, বাড়ি ও কারখানার নোংরা জল ‌যাতে গঙ্গায় গিয়ে না পড়ে রুখতে একটি প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা দেওয়া হবে বিহারকে৷ কিন্তু, মোদী-নীতীশের প্রশংসাপর্বের মাঝে বিহারে শৌচালয় নির্মাণ স্বচ্ছতা বৃদ্ধি নিয়ে নীতীশ কুমারকে মোদীর প্রশংসার মাঝেই তেজস্বীর টুইটার নতুন করে অস্বস্তিতে বিহার সরকার৷

The post ‘বিহারে ঘণ্টায় ৫০৫৯টি শৌচালয় নির্মাণ করেছে নীতীশ সরকার’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement