রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক সেলিব্রিটিদের দলে টানার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। দলে আসা সেলিব্রিটি অর্থাৎ টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি খেলোয়াড় এবং সংগীত জগতের বিশিষ্টদের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিজেপির। বাংলার মসনদ দখলের লড়াইয়ে ‘জনপ্রিয় মুখ‘কে প্রার্থী করার বিষয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্য কমিটিতে স্থান পেতে পারেন একাধিক বিশিষ্টজন। সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই বঙ্গ বিজেপির টিম সাজিয়ে নিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
অতীতে কুমার শানু, পি সি সরকার, বাপি লাহিড়ী, মৌসুমি চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রা দলের কাজে সক্রিয় ভূমিকা নিয়েছেন। বর্তমানে রূপা ও লকেট দু’জনেই সাংসদ। বাকিদের সক্রিয়ভাবে দেখা যায়নি। আবার ২০১৬-র বিধানসভা নির্বাচনের সময় থেকে এখনও পর্যন্ত আরও একাধিক সেলিব্রিটি পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে টলিউডের একঝাঁক তারকা বিজেপিতে এসেছেন। রুপোলি পর্দার জনপ্রিয় মুখ অঞ্জনা বসু, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা গেরুয়া শিবিরের বিভিন্ন কর্মসূচিতেও থাকছেন। আবার অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী রিমঝিম মিত্ররাও মিছিল-মিটিংয়ে যাচ্ছেন। সুমন অবশ্য অনেক আগে থেকেই বিজেপিতে সক্রিয়। দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়কও। আরও একাধিক সেলিব্রিটির যোগদান করা নিয়ে জল্পনাও চলছে বিজেপির অন্দরে।
[আরও পড়ুন: ঠাকুমাকে খুনের অভিযোগে শ্রীঘরে মা-দিদি, অনাথ কিশোরীর ভরসা এখন দুই ‘ঋতু’]
বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত যে সব সেলিব্রিটি দলে এসেছেন তাঁদের ভোটের প্রচারের পাশাপাশি সংগঠনের কাজেও লাগানো হবে। এক রাজ্য নেতার কথায়, দলের সভা-সমাবেশে বেশিরভাগরাই যাচ্ছেন। দলীয় বৈঠকেও থাকছেন। যোগ্যদের নির্বাচনে টিকিট দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা অবশ্যই রয়েছে।
[আরও পড়ুন: বাড়ছে CAA বিরোধী আন্দোলনের ঝাঁজ, ফের সংযত হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর]
রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, সেলিব্রিটি হলেই যে প্রার্থী করা হবে এরকমটা নয়। অবশ্যই জনপ্রিয় ও পরিচিত মুখ হতে হবে এবং যোগ্যতার সঙ্গে পার্টিতে নিজেদের তুলেও ধরতে হবে। জেতার ক্ষমতা রয়েছে এমন যোগ্যদেরই প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। দেব, নুসরত, শতাব্দী ও মিমি চক্রবর্তীদের লোকসভায় পাঠিয়েছে শাসকদল। বিধানসভায় রয়েছেন দেবশ্রী রায় থেকে চিরঞ্জিৎরা। শাসকদলে তারকাদের ছড়াছড়ি। তাই পালটা ২০২১-এ তারকাদের পদ্মমুখী করতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলে আসা সেলিব্রিটিদের সংগঠনের কাজে সভা-সমাবেশে নিয়মিত থাকার পরামর্শও দিয়েছে রাজ্যের শীর্ষ নেতৃত্ব।
The post বিধানসভার আগে সেলিব্রিটিদের কাছে টানার কৌশল, বিজেপির রাজ্য কমিটিতে থাকবেন বিশিষ্টরাও appeared first on Sangbad Pratidin.