shono
Advertisement

Breaking News

বাংলার মন পেতে ভারচুয়াল প্রচার, মমতা-অভিষেককে ব্যঙ্গ করে গান বাঁধল বিজেপি

'দিদি'র স্কুটি টালমাটাল বলে বিদ্রুপ করা হয়েছে গানে। দেখেছে ভিডিওটি?
Posted: 04:17 PM Apr 07, 2021Updated: 04:17 PM Apr 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ ভোটে (West Bengal Election) রঙ্গের শেষ নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। একদিকে গেরুয়া শিবির, অন্যদিকে ঘাসফুলের পতাকাধারীরা। কম যাচ্ছেন না কাস্তে-হাতুড়ির কমরেডরাও। কেউ দুয়ারে দুয়ারে ঘুরছেন, কেউ উঠে পড়ছেন গরুর গাড়ি কিংবা লোকাল ট্রেনে, কেউ আবার হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে প্রচারের স্রোতে সবচেয়ে বেশি গতি ভারচুয়াল ক্যাম্পেনের। যেখানে দিব্যি ভাইারাল হয়েছে বামেদের (Left) ‘টুম্পা’ গান। আবার সুপার মারিওর আদলে সুপার দিদির ভিডিও প্রকাশ করে চমকে দিয়েছে তৃণমূল (TMC)। সেই তালিকায় এবার যুক্ত হল বিজেপির ‘ওকে দিদি বাই’ (Ok Didi Bye) গান।

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলার রাজনীতি জানেন না জয়া বচ্চন’, লোকাল ট্রেনে জনসংযোগের মাঝেই দাবি লকেটের]

বুধবার ভিডিওটি পোস্ট করেছেন বিজেপির (BJP) রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, “২ মে দিদির বিদায়”। হিন্দি ভাষাতেই তৈরি গানটি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নানা মূহূর্ত ব্যবহার করা হয়েছে। গানের সুরে সঙ্গে মেলানো হয়েছে ব়্যাপের ছন্দ। পিসি ও ভাইপো হিসেবে সম্বোধন করে দাবি করা হয়েছে, দু’জনে মিলে সকলে জ্বালাচ্ছেন। ‘দিদি’র স্কুটি টালমাটাল বলে বিদ্রুপ করা হয়েছে। কয়লা কেলেঙ্কারি থেকে বিমানবন্দরে সোনা বাজেয়াপ্তর মতো ঘটনাও উল্লেখ করা হয়েছে। আবার ভাইপো বললে এত রাগ কেন? সেই প্রশ্নও তোলা হয়েছে গানটিতে। অভিযোগ করা হয়েছে, রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছে। কারখানা বন্ধ করে বেকারত্বের হার বাড়ানো হয়েছে। সরস্বতী পুজো বন্ধ করার অভিযোগও করা হয়েছে। “রামের নামে ভয় পায়” বলে কটাক্ষও করা হয়েছে বিজেপির ‘ওকে দিদি বাই’ গানে।  ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। দেখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ইউটিউব চ্যানেলে। 

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় তৃণমূল কর্মীকে ‘মারধর’, অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement