সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে ক্রমেই এগিয়ে চলেছে বাংলা। গত কয়েকদিনে রাজধানী দিল্লির সংক্রমণ চিন্তায় রাখলেও এ রাজ্যের কোভিড গ্রাফ একেবারেই উদ্বেগজনক নয়। গত ২৪ ঘণ্টায় যেমন টেস্টিং খানিকটা কমায় একধাক্কায় কমল আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী অ্যাকটিভ কেসও।
সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২১ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল পঞ্চাশের গণ্ডি। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে কমে হয়েছে ০.৪১ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৬০০ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ সেমিফাইনালের আগে নিষিদ্ধ ওষুধ নিয়েছিল রিজওয়ান’, ফাঁস করলেন পাক দলের ডাক্তার]
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৮৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯২ জন। হাসপাতালে ভরতি ১৬ জন করোনা আক্রান্ত। পাশাপাশি স্বস্তি দিয়ে কমেছে রাজ্যের অ্যাকটিভ কেস। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৪০৮ জন।
গত ৭২ ঘণ্টায় মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৫ হাজার ১০৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ২২ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৫ হাজার ৮৯৫ জন। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আপাতত উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলার পরামর্শই দেওয়া হচ্ছে।