সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। স্বস্তি দিয়ে কমছে অ্য়াকটিভ কেসও। বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও অবশ্য রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এখনও পুরোপুরি বিদায় নেয়নি এই মারণ ভাইরাস।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২২ জন। টেস্টিংয়ের পরিমাণ প্রায় একইরকম হলেও গতকালের থেকে সংক্রমণ অনেকটাই কম। তাতেই দৈনিক পজিটিভিটি রেট কমে হল ০.২৭ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ২৫৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত কয়েক দিনের মতোই এদিনও মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।
[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স, রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুতির পরামর্শ স্বাস্থ্যদপ্তরের]
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩১৮ জন। হাসপাতালে ভরতি ২৬ জন করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৭০৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৩৪৪ জনে।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ২০০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৭৭ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৪৫ হাজার ৩০২ জন। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে সাড়ে ২৮ হাজারেরও বেশি। তবে করোনা উদ্বেগ না কাটতেই বিভিন্ন দেশে আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স। যে কারণে রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যদপ্তরের।