জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রেশন দুর্নীতি মামলার তদন্তে তৎপর ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বনগাঁর দুই ব্যবসায়ী। তাঁদের বাড়ি এবং রাইস মিলে হানা তদন্তকারীদের। এছাড়া রানাঘাটে চালকল মালিক নিতাই ঘোষ এবং রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতে হানা দেয় ইডি। সল্টলেক সেক্টর ফাইভের হোটেলেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা হবে। প্রায় কাকভোরে বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দেয় ইডি। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। বনগাঁর কোরার বাগানের ব্যবসায়ীদের বাড়িতেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল থেকে রেশনে আটা এবং চাল যেত। তাই রেশন দুর্নীতির শিকড় খুঁজতে ওই আটাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুুন: ভেন্ডারের ঠ্যালা গাড়িতে প্রস্রাব ‘মদ্যপ’ পুলিশ কর্মীর! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]
বনগাঁর পাশাপাশি নদিয়ার রানাঘাটে ব্যাপক তল্লাশি ইডির। নিতাই ঘোষ নামে এক ব্যবসায়ী চালকলে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় কাকভোর থেকে সেখানেও চলছে তল্লাশি। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, জেরায় একাধিকবার জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। আর সেই সূত্র ধরেই গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ঠিক কীভাবে রেশন দুর্নীতিতে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। যদিও নিজেকে বারবারই নির্দোষ বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই তথ্যের খোঁজে কার্যত মরিয়া কেন্দ্রীয় এজেন্সি। সে কারণেই দফায় দফায় একাধিক জায়গায় তল্লাশি লেগেই রয়েছে।
দেখুন ভিডিও: