shono
Advertisement

প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

প্রশিক্ষিত সফল প্রার্থীদের নিয়োগ এই সপ্তাহেই৷ বিস্তারিত জেনে নিন এই লিঙ্কে ক্লিক করে৷ The post প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Jan 31, 2017Updated: 01:42 PM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজোর আগেই প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত টেট পরীক্ষায় সফল হয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী৷ যার মধ্যে ৪১ হাজার ৬২৮ জন সফল প্রার্থীর তালিকা তৈরি হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া৷ প্রশিক্ষিত প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হবে৷ জানালেন পর্ষদ সভাপতি৷

Advertisement

মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩

এদিন সাংবাদিকদের সামনে মানিকবাবু জানান, প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন ২০ লক্ষেরও বেশি প্রার্থী৷ যার মধ্যে প্রায় ১২ লক্ষ আবেদন সঠিক ছিল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রথম পর্যায়ে ১১,৩০০ জন প্রশিক্ষিত প্রার্থীকেই আগে সুযোগ দেওয়া হবে৷ এরপর ধাপে ধাপে সফল অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পাবেন৷ ২ ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর পরদিন থেকেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া৷ প্রথমে কাউন্সেলিং, তারপর প্রার্থীদের পছন্দের স্থান অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হবে৷

ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক

প্রত্যেক সফল প্রার্থীকে এসএমএস ও ই-মেলের মাধ্যমে কাউন্সেলিংয়ের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে৷ প্রথম পর্যায়ে জেলায় মূলত তিন স্থানে কাউন্সেলিং করা হবে৷ দক্ষিণ ২৪ পরগনার হেস্টিংস হাউস, বর্ধমানের টাউন স্কুল ও মালদার বার্লো হাই স্কুলে৷ আগামী রবিবারের মধ্যেই প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি৷  তেমন হলে চলতি সপ্তাহের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারবেন সফল প্রার্থীরা৷

পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী

The post প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement