shono
Advertisement

Coronavirus Update: রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি, এক হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

যদিও দৈনিক মৃতের সংখ্যা সামান্য বেড়েছে।
Posted: 07:38 PM Feb 06, 2022Updated: 07:58 PM Feb 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটাই কমল রাজ্যের করোনা (Coronavirus) গ্রাফ। চলতি মাসে এই প্রথমবার এক হাজারের নিচে দৈনিক সংক্রমণ। স্বাভাবিকভাবেই কমেছে পজিটিভিটি রেট। তবে দৈনিক মৃতের সংখ্যা বাড়ল সামান্য। যা উদ্বেগের।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমিতের নিরিখে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার মধ্যে প্রতিযোগিতা যেন লেগেই রয়েছে। রবিবার সংক্রমণের নিরিখে অবশ্য শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৩৭ জন। কলকাতায় এদিন ১০৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন।

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

শনিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার প্রাণ গিয়েছে ৩৪ জনের। দৈনিক মৃতের নিরিখে নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে করোনার বলি ১৪ জন। এখনও পর্যন্ত বঙ্গে  মোট প্রাণ গিয়েছে ২০ হাজার ৮২৩ জনের। যা কিছুটা উদ্বেগের। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টা ২ হাজার ৮৩ জন করোনামুক্ত হয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬৭ হাজার ৫৫ জন। অ্যাকটিভ কেস ১৭ হাজার ৯৯৪ জন।

কোভিড সংক্রমণ রুখতে টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। এদিন ২৫ হাজার ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৩.৩৪ শতাংশ। এদিন ১৬ হাজার ৬৭৪ জন টিকা নিয়েছেন। ১ হাজার ২৩৪ জন প্রথম এবং বাকি ১২ হাজার ২৬২ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।

করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ তাঁদের মতে, সামান্য উদাসীন মনোভাবও ঝুঁকির হয়ে উঠতে পারে। বেপরোয়া জীবনযাপনের ফলে ফের প্রভাব ফেলতে পারে কোভিড গ্রাফে। আবারও হু হু করে বাড়তে পারে সংক্রমণ।  বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। 

[আরও পড়ুন: ‘৫ লক্ষ টাকা না দিলে ছেলের ক্ষতি হয়ে যাবে’, মাওবাদীদের হুমকি চিঠিতে ত্রস্ত গৃহস্থ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement