সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৬ মে থেকে কার্যত স্তব্ধ বাংলা। সংক্রমণ ঠেকাতে আরও বাড়ানো হয়েছে কড়া বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ জুন পর্যন্ত জারি থাকবে বাধানিষেধ। আর তারই সুফল মিলছে হাতেনাতে। প্রতিদিন একটু একটু করে কমছে সংক্রমণ। স্বস্তি দিয়ে বেড়েছে সুস্থতার হারও।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ১২,১৯৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১,৮৫৭ জন। দিন কয়েক আগেই যে সংখ্যাটা ছিল ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এদিন অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২,৫২৫ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৯৫৭। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৭৫৩ ও ৫৮৩ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ৬৩০ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন। একদিনে ভাইরাসের বলি ১৪৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।
[আরও পড়ুন: প্রশাসনিক বৈঠক সেরেই দিঘার সৈকতে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন ক্ষয়ক্ষতির পরিমাণ]
তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৯,৩৯৬ জন। যার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে সুস্থ ৪০৪৫ জন। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৩,৬৫৮। এ নিয়ে মোট ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯০.৭০ শতাংশ। সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে ফের কমল অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১৮৮ জনের।