সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে ফের নিম্নমুখী কোভিড (Covid 19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল সংক্রমণ। সুস্থতাও বাড়ল কিছুটা। ধারা বজায় রেখে রবিবারও করোনায় মৃত্যুহীন বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে আক্রান্ত ১৭ জন। যা শনিবারের তুলনায় অনেকটাই কম। বর্তমানে মোট পজিটিভ কেস ২০ লক্ষ ১৭ হাজার ৬৮২। ধারা বজায় রেখে রবিবারও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ২১ হাজার ২০০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
[আরও পড়ুন: ঝাড়ফুঁকের জেরে দীর্ঘদিন ধরে অসুস্থ যুবক! তন্ত্রমন্ত্রে সুস্থ করার প্রতিশ্রুতি, কাঠগড়ায় বউদি সহ-২]
করোনার নিম্নমুখী গ্রাফ স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই। সুস্থতাও স্বস্তি জোগাচ্ছে। কারণ, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়েছেন ৪১ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ২৫ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে প্রায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। বাংলাও একই ঘটনার সাক্ষী। করোনা রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। সামান্য উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হয়ে যায়। এখনও বিশেষজ্ঞদের মত, সংক্রমিত কিনা বুঝতে উপসর্গ দেখা দিলেও পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৪৮ লক্ষ ৭২ হাজার ৭৭০টি। পজিটিভিটি হার ০.১৬ শতাংশ। রবিবার মোট ৬৫ হাজার ৫১৩ ডোজ ভ্যাকসিন নিয়েছেন বঙ্গবাসী। সোমবার থেকে রাজ্যে নিজের খরচে বুস্টার ডোজ (Booster Dose) নিতে পারবেন ১৮ বছরে ঊর্ধ্বের সকলেই।