shono
Advertisement

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার

বুধবার ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৪ জনের।
Posted: 06:05 PM Jul 13, 2022Updated: 08:17 PM Jul 13, 2022

ক্ষীরোদ ভট্টাচার্য: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। আক্রান্তের নিরিখে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার। বুধবার ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৪ জনের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৯৭৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে আরও একবার শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৬৬১ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। তারপরেই রয়েছে কলকাতা। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। দু’শোর কাছাকাছি সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদহে সংক্রমণ একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। একশোর গণ্ডি ছুঁইছুঁই করছে জলপাইগুড়ির কোভিড সংক্রমণ।

দার্জিলিং, হাওড়ার সংক্রমণ ৮০-র আশেপাশে। দক্ষিণ দিনাজপুরে একদিনে আক্রান্ত হয়েছেন ৫১ জন। কোচবিহার, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়ার সংক্রমণ এখনও ৫০ ছাড়ায়নি। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে সংক্রমণ কুড়িরও কম। সংক্রমণের নিরিখে জেলাওয়াড়ি তালিকায় একেবারে নিচে জায়গা করে নিয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পং। ওই দুই জেলায় ভাইরাসের দাপট সবচেয়ে কম। বর্তমানে পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪। 

[আরও পড়ুন: দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের ‘অতিথি’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কিন্তু কেন?]

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রায় সকলের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ। প্রাণঘাতী ভাইরাসের থাবায় এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনার বলি ২১ হাজার ২৫৫। করোনা ভাইরাসকে হারাতে টেস্টিংয়ের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ইদানীং কোভিড টেস্টের ক্ষেত্রে সাধারণ মানুষের উদাসীনতা দেখা গিয়েছে। তা সত্ত্বেও বুধবার ১৬ হাজার ২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৫ কোটি ৭৩ লক্ষ ৪৬ হাজার ৫টি নমুনা পরীক্ষা হয়েছে। 

করোনা ঠেকাতে টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। একদিনে ১ লক্ষ ৩২ হাজার ১০৭ ডোজ টিকাকরণ হয়েছে। এদিকে, করোনার (Coronavirus) চোখরাঙানি শুরু হতেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ১৮ বছরের বেশি বয়সিদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

[আরও পড়ুন: কেন মুখ্যমন্ত্রীকে ছাড়া উদ্বোধন? মেট্রো ভবনের সামনে বিক্ষোভ মদনের, বিজেপিকে তোপ কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার