সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাথাচাড়া দিয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। রাজধানী দিল্লিতে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সেই তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ। যদিও গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫২ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৪৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৬৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩০৯ জন। হাসপাতালে ভরতি ২৬ জন করোনা আক্রান্ত।
[আরও পড়ুন: প্রমাণ লোপাটের অভিযোগ, হাঁসখালি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি]
চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় (COVID-19) মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০১ জন। রাজ্যের মৃত্যুর হার বর্তমানে ১.০৫ শতাংশ।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১২ হাজার ১৭৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৬৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রিকশন ডোজ পেয়েছেন ২৪ লক্ষ ৮৫ হাজার ৬৫৬।