সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর পড়তেই দেশজুড়ে বেড়েছে করোনা ও তার নয়া স্ট্রেন ওমিক্রন আতঙ্ক। ব্যতিক্রমী নয় বাংলায়। উৎসবের মরশুম শেষেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। চিন্তা আরও বাড়িয়েছে ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নবান্নের তরফে জেলা স্বাস্থ্য আধিকারিকদের করোনা পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ দেওয়া হল।
সোমবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত (Coronavirus) হয়েছেন ৬,০৭৮ জন। যার মধ্যে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২,৮০১ জন। হাজারের গণ্ডি ছাড়িয়েছে উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘণ্টায় সে জেলায় সংক্রমিত ১,০৫৭ জন। গত ২৪ ঘণ্টায় হুগলি ও হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬৬৫ ও ৩৪০ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮।
[আরও পড়ুন: কলকাতায় মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ২৫, চালু হচ্ছে ৩ সেফ হোমও]
গতকালের তুলনায় অনেকটাই বাড়ল পটিজিভিটি রেটও। বর্তমানে পটিজিভ রোগীর সংখ্যা ১৯.৫৯ শতাংশ। একদিনে বাংলায় করোনার বলি ১৩। যার মধ্যে শুধু শহর কলকাতাতেই প্রাণ হারিয়েছেন চারজন। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ১৯,৭৯৪ জনের।
তবে এত উদ্বেগের মধ্যেই আশা জাগিয়ে করোনাকে হার মানিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২৯১৭ জন। এ নিয়ে মোট ১৬ লক্ষ ১৫ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২০ হাজার ১৮৬ জন। করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৩০ জনের। তবে দৈনিক যাতে ৫৫ হাজার টেস্টিংয়ের লক্ষ্য রেখে এগোতে চাইছে নবান্ন। তার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিকদের কড়া নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।