shono
Advertisement

COVID-19: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল পজিটিভিটি রেট, চিন্তায় রাখছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও

স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।
Posted: 09:09 PM May 02, 2022Updated: 09:13 PM May 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার কড়া বিধিনিষেধ জারি করে রাজ্যে করোনা সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। গত কয়েকদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা পঞ্চাশের গণ্ডি পার করে গেলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা অনেকটা কম। যদিও পয়লা মে ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভাবে টেস্টিংও কম হয়েছে। তবে আপাতত বিশেষজ্ঞদের খানিকটা চিন্তায় রাখছে রাজ্যের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস।

Advertisement

সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৫৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩৪০ জন। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৭৩৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩৮৯ জন। হাসপাতালে ভরতি ১৬ জন করোনা আক্রান্ত।

[আরও পড়ুন: ‘২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা, ভাঙবেন জ্যোতি বসুর রেকর্ড’, ফেসবুক পোস্ট কুণালের]

প্রায় গোটা এপ্রিলই বাংলা করোনায় মৃত্যুহীন ছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে একজন করোনার বলি হলেও গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০২ জন। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৪ হাজার ৯২২ টি নমুনা পরীক্ষা হয়েছে। যদিও গতকালের তুলনায় টেস্টিং অনেকটাই কম। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৭১ হাজার ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫৬ জন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, নাগরিকদের করোনা টিকা (Corona Vaccine) নিতে বাধ্য করা যাবে না। তবে কেন্দ্রের বর্তমান টিকা-নীতি যে অযৌক্তিক নয়, তাও জানিয়েছে শীর্ষ আদালত।

[আরও পড়ুন: PNB ছাড়াও বিরাট অঙ্কের আর্থিক প্রতারণার নেপথ্যে মেহুল চোকসি, নতুন মামলা সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement