shono
Advertisement

‘বিদ্যাসাগরের মূর্তি তৈরি করব আমরাই’, মোদিকে চ্যালেঞ্জ করে ঘোষণা শিক্ষামন্ত্রীর

নির্বাচন কমিশনের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়৷ The post ‘বিদ্যাসাগরের মূর্তি তৈরি করব আমরাই’, মোদিকে চ্যালেঞ্জ করে ঘোষণা শিক্ষামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM May 17, 2019Updated: 04:45 PM May 17, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ তার মাঝে বৃহস্পতিবার পঞ্চধাতুর মূর্তি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ সেই ঘোষণা ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে পালটা জবাব জনসভা থেকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই সুরেই গলা মেলালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্য সরকারই মূর্তি তৈরি করবে বলেই জানালেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: দিনভর আটকে রাখার অভিযোগ, প্রচারের শেষে ‘বিদ্যাসাগর’ পেলেন মাত্র ১৫০ টাকা]

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষাদপ্তরের তত্ত্বাবধানে আবারও বিদ্যাসাগরের মূর্তি তৈরি হবে৷ আগেই বলেছিলাম, বিদ্যাসাগরের মিউজিয়াম তৈরি করব৷ খুব তাড়াতাড়ি তাঁর ব্যবহৃত সমস্ত সামগ্রী নিয়ে ওই সংগ্রহশালা তৈরি করব৷ বিদ্যাসাগর কলেজ হেরিটেজের মতো করে তৈরি হবে৷’’ চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী৷ তা পালন করার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ মূর্তি ভাঙচুরের ঘটনায় সেই সূচিতে কোনও বদল আসবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

[ আরও পড়ুন: মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন, সরানো হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে]

সপ্তম দফার ভোটের আগে মঙ্গলবার শহরে প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শহরে বিজেপির অন্যতম শীর্ষ নেতার রোড শো চলাকালীন অশান্তির সূত্রপাত৷ ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়৷ ভাঙচুর করা হয় নির্বাচন কমিশনের গাড়িও৷ সন্ধেয় মিছিল পৌঁছায় বিদ্যাসাগর কলেজের কাছে৷ তখন প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ ভাঙচুর করা হয় বিদ্যাসাগরের মূর্তিও৷

এই ঘটনার পর থেকে চলছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি৷ বিজেপির অভিযোগ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে জড়িত তৃণমূল ছাত্র পরিষদ৷ যদিও শিক্ষামন্ত্রী সেই দাবি নস্যাৎ করেছেন৷এদিন তিনি বলেন, ‘‘গেরুয়া উত্তরীয় পরা বেশ কয়েকজন গদা দিয়ে ঐতিহ্যকে ভেঙে দিয়েছে৷ যারা ভেঙেছে তারাই শুধু লজ্জা পেল না৷’’ বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মূর্তি ভাঙচুরের ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে বদল করা হয়৷ এছাড়াও তার আগে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়৷ নির্বাচন কমিশন দপ্তরকে বিজেপির কার্যালয় বলে মনে হচ্ছে বলেও কটাক্ষ তাঁর৷পাশাপাশি বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের পরবর্তী সময়ে আর্মহার্স্ট স্ট্রিট থানার ওসি বদল, রাজীব কুমারকে সরিয়ে দেওয়া নিয়েও এদিন নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷

The post ‘বিদ্যাসাগরের মূর্তি তৈরি করব আমরাই’, মোদিকে চ্যালেঞ্জ করে ঘোষণা শিক্ষামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement