shono
Advertisement

সাড়ম্বরে পালিত হল ‘পৃথিবীর জন্মদিন’, কাটা হল বিশাল কেক

কেন এমনটা করলেন মহিষাদলের মানুষ? The post সাড়ম্বরে পালিত হল ‘পৃথিবীর জন্মদিন’, কাটা হল বিশাল কেক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Jan 16, 2018Updated: 03:33 AM Jan 16, 2018

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: পৃথিবীর বয়স কত তাঁরা জানেন না৷ কিন্তু স্রষ্টার হাতে তৈরি পৃথিবী কত সুন্দর, তা কিছুটা হলেও জানেন৷ মানেন, এ পৃথিবীকে বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদেরও৷ সেই ভাবনা, সেই ভালবাসা থেকেই পৃথিবীকে একটু অন্যভাবে বরণ করে নিলেন মাইকেল তরুণ অ্যান্ড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড-এর সদস্যরা৷ সাড়ম্বরে পালিত হল পৃথিবীর জন্মদিন৷

Advertisement

[রসগোল্লায় কাঁচালঙ্কার স্বাদ! মিষ্টি যজ্ঞে অবাক রানাঘাট]

মহিষাদলের নাটশাল হাইস্কুল মাঠে আয়োজিত হয়েছিল এই জন্মদিনের অনুষ্ঠান৷ মাইকেল তরুণ অ্যান্ড  সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড-এর উদ্যোগেই সোমবার দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় নাটশাল-এক গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জরী ধাড়া মান্না৷ এক কুইণ্টাল ওজনের কেক কেটে জন্মদিনে আসা প্রায় দু-হাজার মানুষকে খাওয়ানো হয়৷ শুভেচ্ছা জানানো হয় পৃথিবীর জন্য৷ আরও সহজ করে বলা যায়, পৃথিবীর সকল মানুষের জন্য৷ শর্ত একটাই৷ এই পৃথিবী,  আমাদের জন্ম এবং কর্মস্থান৷ এখানকার পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর রাখার দায়-দায়িত্ব আমাদের সকলের৷ স্বাস্থ্যকর পরিবেশ, সুরক্ষা-সচেতনতা বার্তা জনমানসে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ৷ জানান, উদ্যোক্তাদের প্রধান মাইকেল তরুণ৷

[বাড়িতে ঢুকলেই কেন ফোন খারাপ? ৩০ বার মোবাইল পালটেও নাজেহাল এই ব্যক্তি]

এদিনের জন্মদিনকে কেন্দ্র করে বাড়তি পাওনা ছিল বাংলা লোকগান, আধুনিক গান৷ উদ্বোধক মঞ্জরী ধাড়া মান্না জানা, ‘পৃথিবীর জন্মদিন পালনের ভাবনা অভিনব৷ পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বার্তা এই কর্মসূচীর মধ্যে রয়েছে৷ এটা বেশ ভাল উদ্যোগ৷ এই কাজে সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন৷’ পৃথিবীর জন্মদিন পালনের এ হেন উদ্যোগে ব্রাজিল, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড থেকে আসা ভিডিও ‘মেসেজ’ জায়াণ্ট স্ক্রিনে দর্শকদের দেখানোর ব্যবস্থাও করা হয়৷ যাতে সকলে জীবনের এই আনন্দ ভাগ করে নিতে পারেন৷

[জিন্দালদের সিমেন্ট কারখানার সূচনা, বাসিন্দাদের সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রীর]

The post সাড়ম্বরে পালিত হল ‘পৃথিবীর জন্মদিন’, কাটা হল বিশাল কেক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার