সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার একদিনে তিনটি সুপার ওভারের সাক্ষী রইলেন সমর্থকরা। দুই ম্যাচে তিনটি সুপার ওভারের দৌলতে আক্ষরিক অর্থেই জমজমাট হয়ে ওঠে সুপার সানডে। কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচে সুপার ওভারে জেতে মর্গ্যানের কেকেআর। এরপর মুম্বইের মুখোমুখি হয় পাঞ্জাব। যেখানে জোড়া সুপার ওভারের পর মেলে ফলাফল। প্রথমবার আইপিএল তথা টি-টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সুপার ওভার দেখল ক্রিকেট বিশ্ব। স্বাভাবিক তাই দ্বিতীয় সুপার ওভার শুরু হতেই অনেকের মনে প্রশ্ন জাগে, এই ওভারটিতেও স্কোর একই হলে এরপর কী হবে? দ্বিতীয় সুপার ওভারের নিয়মই বা কী! এখনও আইপিএলের (IPL 2020) অনেক ম্যাচ বাকি। তাই চলুন চটপট জেনে নেওয়া যাক সুপার ওভারের নিয়ম কানুন।
[আরও পড়ুন: বিরক্ত শাহরুখ! আগামী মরশুমে কার্তিককে দল থেকেই ছেঁটে ফেলতে পারে নাইটরা]
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে আইসিসির গাইডলাইন হল এরকম:
১. একটি কিংবা দুটি সুপার ওভারে ম্যাচের ফল না বেরলে ততক্ষণ পর্যন্ত সুপার ওভার চলবে, যতক্ষণ না কোনও দল জিতছে।
২. সাধারণ সময়ে একটি সুপার ওভার শেষ হওয়ার পাঁচ মিনিট পর পরের সুপার ওভার শুরু করতে হয়।
৩. প্রথম সুপার ওভারে যে দল শেষে ব্যাট করবে, পরের সুপার ওভারে তারাই আগে ব্যাট হাতে নামবে।
৪. প্রথম সুপার ওভারে যে দল যে বলটি ব্যবহার করেছে, পরের সুপার ওভারগুলিতেও সেটিই ব্যবহার করতে হবে।
৫. একটি সুপার ওভারে বোলার স্টেডিয়ামের যে প্রান্ত থেকে বল করেছেন, পরের সুপার ওভারে সেই দলের অন্য বোলার তার উলটো প্রান্ত থেকে বোলিং করবেন।
[আরও পড়ুন: এক ম্যাচে জোড়া সুপার ওভার, নজিরবিহীন লড়াইয়ে জয়ী প্রীতির পাঞ্জাব]
৬. সুপার ওভারে (Super Over) কোনও ব্যাটসম্যান আউট হয়ে গেলে পরবর্তী সুপার ওভারে আর তিনি ব্যাটিং করতে পারবেন না।
৭. কোনও ব্যাটসম্যান যিনি প্রথম সুপার ওভারের ব্যাটিং তালিকায় রয়েছেন, কিন্তু মাঠে নামার প্রয়োজন হয়নি, তিনি ফের পরের সুপার ওভারে অংশ নিতে পারবেন।
৮. একজন বোলার একটি সুপার ওভারেই বল করতে পারবেন।
৯. একাধিক সুপার ওভারের ক্ষেত্রে বাকি সমস্ত নিয়ম থাকবে প্রথম সুপার ওভারের মতোই।