shono
Advertisement
Personal Finance

অ্যাক্সিস ম্যাক্স লাইফের স্মার্ট টার্ম প্ল্যান প্লাস, প্রিমিয়ামে পাবেন দ্বিগুণ রিটার্ন!

মহিলা পলিসিহোল্ডার তাদের জন্য পুরুষদের তুলনায় প্রিমিয়ামে ছাড় দেওয়া হবে ১৫ শতাংশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:11 PM Mar 17, 2025Updated: 08:11 PM Mar 17, 2025

শুধু নামে নয়, কার্যকারিতা তথা গুণাবলিতেও ‘স্মার্ট’। এমনই বৈশিষ্ট‌্যযুক্ত ইনসিওরেন্স প্ল‌্যান নিয়ে এসেছে অ‌্যাক্সিস ম‌্যাক্স লাইফ। সংস্থার তরফে এই প্ল‌্যানে মহিলাদের জন‌্যও রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা। বিস্তারিত জানাচ্ছে টিম সঞ্চয়। 

Advertisement

অ্যাক্সিস ম্যাক্স লাইফ নিয়ে এল স্মার্ট টার্ম প্ল্যান প্লাস, এতে প্রিমিয়ামে পাবেন দ্বিগুণ রিটার্ন

অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইনসিওরেন্স চালু করেছে স্মার্ট টার্ম প্ল্যান প্লাস (ইউআইএন:104N12V01) । এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল পিওর-রিস্ক জীবন বিমা প্ল্যান। এই পরিকল্পনায় কাস্টমাররা ফেরত পাবেন মোট প্রিমিয়ামের ২০০% বিশেষ এগজিট ভ্যালু হিসাবে। এই সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত কোনও প্রিমিয়াম দিতে হবে না।

এই পরিকল্পনা মহিলাদের জন্য দিচ্ছে বিশেষ কিছু সুবিধা যা এই আয় গোষ্ঠীর ক্রেতাদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন কভারেজের সুবিধা যা গর্ভধারণ সংক্রান্ত জটিলতা থেকে সুরক্ষা দেবে এবং নবজাতকের যদি কোনও জন্মগত অসঙ্গতি থাকে তাহলে তিন বছর পর্যন্ত তার চিকিৎসার খরচ পাওয়া যাবে। এই পলিসিতে রয়েছে লাইফ লাইন প্লাস সুবিধা। এতে যদি কোনও মহিলার স্বামীর মৃত্যু হয় তাহলে সেই মহিলার জীবন বিমা কভারেজ বাড়বে বেস সাম অ্যাসিওরড এর ৫০ শতাংশ বা ৫০ লক্ষ টাকা পর্যন্ত (যেটা কম হবে সেটা দেওয়া হবে)।

সবচেয়ে বড় কথা, যারা মহিলা পলিসিহোল্ডার তাদের জন্য পুরুষদের তুলনায় প্রিমিয়ামে ছাড় দেওয়া হবে ১৫ শতাংশ। এছাড়া, যেসব মহিলা চাকুরিজীবী তাঁরা প্রথম বছরের প্রিমিয়ামে পাবেন অতিরিক্ত ১৫ শতাংশ ডিসকাউন্ট। এর ফলে সব মিলিয়ে প্রথম বছরের প্রিমিয়ামে মোট ছাড়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৭.৫ শতাংশ পর্যন্ত।

প্রশান্ত ত্রিপাঠী, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, অ্যাক্সিস ম্যাক্স লাইফ, বলেছেন, “এখন মেয়াদি বিমা সম্পর্কে সচেতনতা বাড়ছে। তবে ভারতের বাজারে এমন বিমার বিক্রি উল্লেখযোগ্য মাত্রায় কম। ফলে বহু পরিবারের নিরাপত্তায় ভালরকম ফাঁক থেকে গিয়েছে। অ্যাক্সিস ম্যাক্স লাইফ স্মার্ট টার্ম প্ল্যান প্লাস তৈরিই করা হয়েছে গুরুত্বপূর্ণ এই চাহিদা মেটানোর লক্ষ্যে। সেজন্য দেওয়া হচ্ছে সাশ্রয়ী এবং সহজে পাওয়া যায় এমন নিরাপত্তা যার সুযোগ নিতে পারবেন জনসংখ্যার বৃহত্তর অংশ। এই পলিসিতে অনেক রকম সুযোগ রয়েছে যা সহজলভ‌্য এবং দামটাও বাজারের অন্য পলিসিগুলোর সঙ্গে তুলনীয়। এই পরিকল্পনা পছন্দের দিক থেকে আকর্ষণীয় এবং খরচের দিকে থেকেও সাশ্রয়ী, বিশেষত অল্পবয়সী ক্রেতাদের জন্য। আমি নিশ্চিত যে এই প্লান মেয়াদি বিমাকে আরও সহজলভ্য করবে এবং সাধ্যায়ত্ত খরচের মধ্যে নিয়ে আসবে। এর ফলে নিরাপত্তায় যে ফাঁক রয়েছে তা ভরিয়ে তুলতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব এবং ভারতকে আর্থিকভাবে নিরাপদ করে তুলতে পারব।"

অ্যাক্সিস ম্যাক্স লাইফ নিয়ে এল স্মার্ট টার্ম প্ল্যান প্লাস। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হল–
(পলিসির শর্তসমূহ প্রযোজ্য)
১। রিব্যালান্সিং কভার: লাইফ কভারের এবং অ্যাকসিডেন্টাল ডেথ বেনিফিট কভারের (এডিবি) অটো
রিব্যালান্স
২। স্পেশাল এগজিট ভ্যালু: পলিসির করার ৩০তম বর্ষ থেকে পান মোট দেওয়া প্রিমিয়ামের ২০০ শতাংশ ফেরত (জিএসটি বাদে)।
৩। স্মার্ট কভার: যে সব পরিবারের অল্পবয়স্করা রয়েছে তঁাদের প্রথম ১৫ বছরে দেওয়া হবে ১.৫ গুণ কভারেজ।
৪। হোল লাইফ কভার: ১০০ বছর বয়স পর্যন্ত কভারেজ।
৫। ইনকাম প্রোটেকশন কভার: মৃত্যু হলে পে আউট থেকে মাসিক আয়ের সুযোগ।
৬। বেতনভোগীদের জন্য ১৫% ডিসকাউন্ট: যারা বেতনভোগী তাদের প্রথম বছরের প্রিমিয়ামে ১৫% ডিসকাউন্ট।
৭। মাল্টিপল প্ল্যান অপশনস: এই পলিসিতে নানা রকম অনন্য সুযোগ রয়েছে যেমন ‘প্রিমিয়াম ফেরত্’, ‘আর্লি পিওপি প্ল্যান’, ‘স্মার্ট কভার’, এবং ‘হোল লাইফ কভার’। ক্রেতাদের নির্দিষ্ট চাহিদার কথা মাথায় রেখে এগুলো তৈরি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইনসিওরেন্স চালু করেছে স্মার্ট টার্ম প্ল্যান প্লাস (ইউআইএন:104N12V01) ।
  • এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল পিওর-রিস্ক জীবন বিমা প্ল্যান।
  • এই পরিকল্পনায় কাস্টমাররা ফেরত পাবেন মোট প্রিমিয়ামের ২০০% বিশেষ এগজিট ভ্যালু হিসাবে।
Advertisement