shono
Advertisement
Kangana Ranaut

ওরা আমার ইংরেজি নিয়ে 'ঠাট্টা' করত, পাশে ছিলেন মোদি: কঙ্গনা রানাউত

'প্রথম বছরেই সেরা সাংসদের পুরস্কার জিতব আমি', দাবি কঙ্গনার।
Published By: Amit Kumar DasPosted: 09:37 PM May 24, 2024Updated: 09:38 PM May 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী শিবিরকে তোপ দেগে একের পর এক বিতর্কিত মন্তব্যের পুরস্কার হিসেবে মাণ্ডি লোকসভা কেন্দ্রে এবার বিজেপির টিকিট পেয়েছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার সেখানেই এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি। জানালেন, 'আমার ইংরেজি নিয়ে যখন গোটা বলিউড আমায় ঠাট্টা করত, সেই সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।'

Advertisement

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা বলেন, ''যখন বলিউড আমায় বহিরাগত ভাবত, এবং আমার ইংরেজি নিয়ে ওরা ঠাট্টা করত তখন বিশ্বের সবচেয়ে বড় দল ও বিশ্বের সবচেয়ে বড় নেতা আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে মাণ্ডির মানুষের জন্য কাজ করতে ও তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন। এই গুরুতর কাজের জন্য ওনারা একজন পাহাড়ি কন্যাকে বেছে নিয়েছেন। যা আমার কাছে অত্যন্ত গর্বের, আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। হিমাচলের সমস্ত মানুষের হয়ে আমি মাথা নত করে তাঁকে ধন্যবাদ জানাই।"

[আরও পড়ুন: মানহানি মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর, কী অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে?]

একইসঙ্গে নরেন্দ্র মোদির প্রশংসা করে কঙ্গনা বলেন, ''আজ আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের দিন খোদ নরেন্দ্র মোদি আমাদের কাছে আসছেন। তাঁর গুণগান করা আসলে সূর্যের সামনে সামান্য প্রদীপ তুলে ধরা। আমি শুধু বলতে চাই, আমি এখন মোদিজির সেনার একজন সৈনিক। উনি যে উন্নয়নের রথকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই রথের সঙ্গে জুড়ে গিয়েছি আমিও। মাণ্ডির মানুষের উন্নয়নই আমার জীবনের লক্ষ্য।" পাশাপাশি তাঁর দাবি, "হিমাচলের মানুষের জন্য ৩টি এজেন্ডা রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক। জিতলে সাধ্যাতীতভাবে এই তিন বিষয়ের উপর কাজ করব আমি।"

[আরও পড়ুন: মোটা বেতনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

শুধু তাই নয়, সাংসদ হলে প্রথম বছরেই দেশের সেরা সাংসদের পুরস্কার তিনি জিতবেন বলে দাবি করে কঙ্গনা বলেন, "বিজেপি ও কংগ্রেস দুই সরকারের শাসনেই নিজের প্রচেষ্টা ও দক্ষতায় রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি আমি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যদি আমি এই নির্বাচন জিতি তাহলে কথা দিলাম প্রথম বছরেই সেরা সাংসদের পুরস্কার আমিই নিয়ে আসব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংরেজি নিয়ে যখন গোটা বলিউড আমায় মস্করা করত তখন মোদিজি পাশে দাঁড়িয়েছেন, বললেন কঙ্গনা।
  • কঙ্গনা বললেন, 'আমি এখন মোদিজির সেনার একজন সৈনিক।'
  • 'সাংসদ হয়ে প্রথম বছরেই সেরা সাংসদের পুরস্কার জিতব আমি', দাবি মাণ্ডির বিজেপি প্রার্থীর।
Advertisement