shono
Advertisement

কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? জানাল হাওয়া অফিস

জেনে নিন ঠিক কী বলল হাওয়া অফিস।
Posted: 11:12 AM Nov 03, 2020Updated: 11:13 AM Nov 03, 2020
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্যবারের তুলনায় চলতি বছরে বেশ খানিকটা দেরিতে বিদায় নিয়েছে বর্ষা। তারপরও নিম্নচাপের কারণে মুখভারই ছিল আকাশের। ফলে নভেম্বরের শুরুতেও ভোরে ও রাতে হালকা শিরশিরানি অনুভব করলেও শীতের কোনও লক্ষণেরই টের পাওয়া যায়নি বাংলায়। ফলে সকলের মনেই প্রশ্ন কবে শীত প্রবেশ করবে বঙ্গে?  উত্তর দিল হাওয়া অফিস। জানাল, অপেক্ষা শেষ, শীঘ্রই শীতের আমেজ অনুভব করবেন আমবাঙালি। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রেমী বাঙালি।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre) সূত্রে খবর, আগামিকাল থেকেই কলকাতা (Kolkata) -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামবে তাপমাত্রার পারদ। ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রার পারদ নামবে উত্তরবঙ্গেও। এই সপ্তাহের শেষ থেকেই রাতের দিকে তাপমাত্রার পারদ নামতে পারে ২০ ডিগ্রির নিচে। ভোরের দিকেও অনুভুত হবে শীতের আমেজ। তবে দুপুরের দিকে সেই আমেজ থাকবে না। তবে আজ, মঙ্গলবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘ কাটতেই আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের শীতকাতুরেরা শীতের দেখা পাবেন বলেই জানিয়েছে হাওয়া অফিস।

[আরও পড়ুন: এগিয়ে বাংলা! ১০০ দিনের গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দেশের সেরা আলিপুরদুয়ার]

জানা গিয়েছে, মঙ্গলবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। উল্লেখ্য, উত্তর পূর্ব মৌসুমি বায়ু এখনও সক্রিয় দক্ষিণ ভারতে। সেই কারণে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ‘মদ খাইয়েই বিজেপি কর্মীদের খুন করছে তৃণমূল’, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সৌমিত্র খাঁর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement