সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া হটসিটে শেষপর্যন্ত বসলেন গৌতম গম্ভীরই। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় নব্য কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করলেন।
সূত্রের খবর, গৌতম গম্ভীর ব্যাটিং কোচ হিসেবে চাইছেন অভিষেক নায়ারকে। গম্ভীর-নায়ার জুটি কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন এবারের আইপিএলে। সব ঠিকঠাক থাকলে জাতীয় দলে নায়ারকে সহকারী কোচ হিসেবে দেখা যেতেই পারে। বোলিং কোচ হিসেবে বিনয় কুমারই পছন্দ গম্ভীরের। এই দুজনের কথাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছেন গম্ভীর।
[আরও পড়ুন: বিদেশ নয়, দেশের মাটিতেই ‘ড্রিম হোম’, ভারত ছাড়ার জল্পনার মাঝেই পোস্ট বিরাটের]
শীঘ্রই হয়তো গম্ভীরের সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করবে বোর্ড।
টিম ইন্ডিয়ার হেডস্যর হিসেবে নতুন অ্যাসাইনমেন্ট গৌতম গম্ভীরের। এর আগে আইপিএলে মেন্টর-কোচ হিসেবে তাঁকে দেখা গেলেও জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথমবার। গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল। তবে এবার ভিন্ন টুপিতে।
এদিকে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় জমানা শেষ। রোহিত-রাহুল জুটি বিশ্বজয় করেছেন। বিশ্বজয় করে জাতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড় তাঁর কোচিং অধ্যায় শেষ করেন। এদিকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নাম জড়িয়েছে রাহুল দ্রাবিড়ের। শোনা যাচ্ছে, ভারতীয় দলের থেকেও বেশি অঙ্কের অফার দেওয়া হয়েছে দ্য ওয়ালকে। শেষ পর্যন্ত কী হয়, তা বলবে সময়।