shono
Advertisement

ভণ্ড ‘বাবা’দের তালিকায় রামদেবের নাম নেই কেন, উঠছে প্রশ্ন

'গেরুয়া বসন পরে জাল পণ্যের ব্যবসা করলে কি সাত খুন মাফ?' The post ভণ্ড ‘বাবা’দের তালিকায় রামদেবের নাম নেই কেন, উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:16 AM Sep 12, 2017Updated: 04:49 AM Sep 12, 2017
 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষক ‘বাবা’ গুরমিত রাম রহিমের জারিজুরি ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই দেশ জুড়ে ভণ্ড সাধুসন্তদের বিরুদ্ধে হইচই শুরু হয়েছে৷ সাধুদের সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ তো রীতিমতো প্রেস বিবৃতি জারি করে দেশবাসীকে ১৪ জন ভণ্ড সাধুর ভাঁওতাবাজি থেকে সতর্ক থাকতে বলেছে৷ ওই তালিকায় রয়েছে আশারাম বাপু, সন্ত রামপাল ও গুরমিতের নামও৷ কিন্তু এই তালিকায় কেন বাবা রামদেবের নাম নেই, সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

[অমিত শাহ-মোদির ‘জাত’ নিয়ে মন্তব্য, লেখকের জিভ কেটে নেওয়ার হুমকি]

এই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তাঁর বক্তব্য, ‘ভণ্ড সাধুর তালিকায় বাবা রামদেবের না দেখে আমি দুঃখ পেয়েছি৷’ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, গেরুয়া বস্ত্র পরে নকল পণ্য বিক্রি করলে বুঝি সব পাপ মাফ করে দেওয়া হবে? জাল ও নিম্নমানের পণ্যকে আসল বলে বিক্রি করে গোটা দেশকে রামদেব বাবা ঠকাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, ‘মনু স্মৃতি’তে কি লেখা রয়েছে যে গেরুয়া বসন পরে ব্যবসায় নামলে সবরকম দুষ্কর্ম ঢাকা পড়ে যাবে?

Advertisement

বস্তুত বাবা রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’র বিরুদ্ধে অভিযোগ কিন্তু কম নেই৷ পণ্যে ভেজাল মেশানো থেকে শুরু করে বিজ্ঞাপনে মিথ্যা প্রতিশ্রুতি-এরকম প্রচুর অভিযোগ জমা পড়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরে৷ কিন্তু প্রত্যেকবারই যেন কোনও এক অদৃশ্য জাদু মন্ত্রে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যান বাবা রামদেব৷ তাঁর পতঞ্জলি আশ্রমের ভিতরে রয়েছে কড়া নিরাপত্তা৷ সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ৷ রয়েছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী৷ দুরন্ত বিপণন কৌশলে পতঞ্জলির পণ্য কেনা ও নিজের দেশকে ভালবাসা-যেন সমার্থক করে তুলতে পেরেছেন রামদেব৷ অথচ, সেই বাবা রামদেবই অসমে বন্যার্তদের জন্য মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এখন দেখার বিষয়, এই সব অভিযোগের ভিত্তিতে কেন্দ্র কি রামদেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে?

[পাকিস্তান নয়, ভারতে দেদার জাল ২০০০ টাকার নোট ঢুকছে বাংলাদেশ থেকে]

The post ভণ্ড ‘বাবা’দের তালিকায় রামদেবের নাম নেই কেন, উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement