shono
Advertisement

আর্জেন্টিনা ম্যাচে নামলেই পুড়িয়ে ফেলা হবে মেসির ছবি-জার্সি, হুমকি প্যালেস্টাইনের

রবিবার জেরুজালেমে ওয়ার্ম-আপ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। The post আর্জেন্টিনা ম্যাচে নামলেই পুড়িয়ে ফেলা হবে মেসির ছবি-জার্সি, হুমকি প্যালেস্টাইনের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:54 PM Jun 04, 2018Updated: 04:09 PM Jun 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেরুজালেমের মাঠে খেলতে নামলে পুড়িয়ে ফেলা হোক লিওনেল মেসির পোস্টার। আগুন লাগিয়ে দিন আর্জেন্টিনার জার্সিতে। এমন কথাই শোনা গেল প্যালেস্টাইন ফুটবল সংস্থার প্রধান জিব্রিল রাজৌবের মুখে। এভাবেই ইজরায়েলের বিরুদ্ধে আর্জেন্টিনার খেলা ভেস্তে দিতে বদ্ধপরিকর প্যালেস্টাইন।

Advertisement

বিশ্বকাপের আগে রবিবার জেরুজালেমের টেডি কোলেক স্টেডিয়ামে ওয়ার্ম-আপ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মেসি ম্যাজিক চোখের সামনে থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। কিন্তু তাতে বাদ সাধছে পড়শি প্যালেস্টাইন। ফুটবল সংস্থার প্রধানের মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। জিব্রিলের বক্তব্য, এই ম্যাচকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাইছে ইজরায়েল। এবং ম্যাচের সঙ্গে রাজনীতি জুড়ে যাওয়াতেই তা নিয়ে আপত্তি তুলেছে প্যালেস্টাইন। মেসিরা যাতে ইজরায়েলে খেলতে না আসেন, তার জন্য আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান ক্লডিও তাপিয়াকে লিখিতভাবে অনুরোধও জানিয়েছিলেন জিব্রিল।

[মাঠে ফিরেই ম্যাজিক নেইমারের, প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল]

ইজরায়েল গঠনের পর থেকেই ইহুদি ও প্যালেস্তিনীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ‘নকবা’ বা বিপর্যয়ের প্রতিবাদে কয়েকদিন ধরেই রক্তাক্ত সংঘর্ষ চলছে ইজরায়েল-প্যালেস্তিনীয় সীমান্তে। মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষের। ইজরায়েলের মাটিতে ক্রমাগত মিসাইল হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন হামাস। একই সঙ্গে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী স্থানান্তরিত করায় ক্ষোভে ফুঁসছে প্যালেস্তিনীয়রা। এমনই জটিল পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। ফলে ম্যাচ ঘিরে তরজা তুঙ্গে। ইজরায়েলের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচটি প্রথমে হাইফায় হওয়ার কথা থাকলেও পরে তা জেরুজালেমে আয়োজনের সিদ্ধান্ত নেয় ইজরায়েল সরকার। সেই কারণেই ম্যাচে রাজনীতির রং লেগেছে বলে দাবি প্যালেস্টাইন ফুটবল সংস্থার।

জিব্রিল বলেন, “একটি ম্যাচকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ইজরায়েল সরকার। আর্জেন্টিনাতেও এই ম্যাচের প্রচার চলছে। ইজরায়েলের ৭০ বছরের পূর্তি হিসেবেই ম্যাচের আয়োজন করা হচ্ছে বলে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তাই আমরা এই ম্যাচের বিপক্ষে। ম্যাচ ঘিরে উত্তেজনা মেসির কারণেই। তাই মেসি লেখা দশ নম্বর জার্সি, তাঁর ছবি পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে সাধারণ মানুষকে। আশা করা যাচ্ছে এভাবেই জেরুজালেমে মেসির আসা আটকানো সম্ভব হবে।”

[রাশিয়ায় মাঠ কাঁপাবেন যাঁরা, কেমন দেখতে তাঁদের সঙ্গিনীদের? দেখে নিন আপনিও]

The post আর্জেন্টিনা ম্যাচে নামলেই পুড়িয়ে ফেলা হবে মেসির ছবি-জার্সি, হুমকি প্যালেস্টাইনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement