shono
Advertisement

Breaking News

বর্ষা বিদায় নিতেই শীতের আমেজ ফিরছে শহরে

দিনকয়েকের মধ্যেই রাতের তাপমাত্রা কমতে শুরু করবে৷ The post বর্ষা বিদায় নিতেই শীতের আমেজ ফিরছে শহরে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Oct 21, 2018Updated: 06:49 PM Oct 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে ইতিমধ্যেই তাড়াতে করতে শুরু করেছে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু৷ ফলে, শীত ঢুকতে এখন সময়ের অপেক্ষামাত্র৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দিনকয়েকের মধ্যেই রাতের তাপমাত্রা কমতে শুরু করবে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷

Advertisement

[শহরে ফের ডেঙ্গু আতঙ্ক, ৯ দিনের জ্বরে মৃত্যু মহিলার]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের পথে পশ্চিমি ঝঞ্ঝার সংঘাত না বাঁধলে এখনও পর্যন্ত নির্ধারিত সময়ে শীতল হতে চলেছে রাজ্য৷ দেবী দুর্গার বিদায় পর্ব শুরু হতে না হতে ইতিমধ্যেই রাত ও ভোরের দিকে কুয়াশা উপস্থিতিও দেখা মিলছে৷ ফলে, রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমতে শুরু করেছে৷ ফলে, আনুষ্ঠানিকভাবে শীতের আগমন না ঘটলেও অক্টোবরের শেষ লগ্নে দাঁড়িয়ে কিছুটা হলেও শীতের আমেজ পাবেন আমবাঙালি৷

[নেচে নেচেই পুজোয় ভিড় সামলালেন কলকাতা পুলিশের কর্মী, ভাইরাল ভিডিও]

কিন্তু, হঠাৎ কেন এমন পূর্বাভাস শোনাল হাওয়া অফিস? দিল্লির মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি গত শনিবারই বিদায় দিয়েছে। ফলে এবছরের মত বর্ষার ইতি ঘটে গিয়েছে৷ সাধারণত জুনের ১ তারিখ ভারত ভূখণ্ডে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু৷ বিদায় নেয় ৩০ সেপ্টেম্বর৷ তবে, কখনও কখনও নির্ধারিত সময়ের পরও থেকে যায় মৌসুমী৷ এবছরও কিছুটা দেরিতেই বিদায় নিয়েছে বর্ষা৷ হাওয়া অফিসের ক্যালেন্ডার বলছে, পয়লা সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যায় বিদায়ের পালা৷ প্রথম শুরু রাজস্থান থেকে৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে সরানোর করার কাজ শুরু করে দেয় শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু৷ আর তারই প্রভাবে শীতের দেখা মেলে দেশে৷

The post বর্ষা বিদায় নিতেই শীতের আমেজ ফিরছে শহরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement