shono
Advertisement

Breaking News

জিম্বাবোয়েকে ব্রাউনওয়াশ করল ধোনির ইয়ং ব্রিগেড

এই সিরিজে অবশ্য ব্যাট হাতে তিনি কতটা ফর্মে রয়েছেন, তা জানাই গেল না৷ তবে জিম্বাবোয়ে সফরে ধোনির কৃতিত্ব ছাড়াও বেশ কিছু বিষয় আলোচনার বিষয় রয়েছে৷ The post জিম্বাবোয়েকে ব্রাউনওয়াশ করল ধোনির ইয়ং ব্রিগেড appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 AM Jun 16, 2016Updated: 09:39 PM Jun 15, 2016

জিম্বাবোয়ে – ১২৩ (৪২.২ ওভার)

Advertisement

ভারত – ১২৬/০ (২১.৫ ওভার)

১০ উইকেটে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা থেকে ব্রাজিল ছিটকে গিয়েছে৷ ইউরো কাপে আইসল্যান্ডের কাছে আটকে যেতে হয়েছে রোনাল্ডোদের৷ কিন্তু হারারেতে কোনও অঘটন ঘটল না৷ ইয়ং ব্রিগেড নিয়েই জিম্বাবোয়েকে ব্রাউনওয়াশ করলেন মহেন্দ্র সিং ধোনি৷

দ্বিতীয় ওয়ানডে-তে জয় পকেটে পুরেই সিরিজ জিতে নিয়েছিল ভারত৷ এদিন ১০ উইকেটে নিয়মরক্ষার ম্যাচ জিতল দল৷ বিদেশের মাটিতে বিপক্ষকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জিতে সমালোচকদের সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন ধোনি৷ “অবসরের কথা কি কিছু ভাবছেন?” আগামী কয়েকদিনের জন্য অন্তত এমএসডি-কে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে না৷ এই সিরিজে অবশ্য ব্যাট হাতে তিনি কতটা ফর্মে রয়েছেন, তা জানাই গেল না৷ তবে জিম্বাবোয়ে সফরে ধোনির কৃতিত্ব ছাড়াও বেশ কিছু আলোচনার বিষয় রয়েছে৷

এ সফরে নজর কাড়লেন টিম ইন্ডিয়ার ইয়ং ব্যাটসম্যানরা৷ প্রথম ভারতীয় হিসেবে অভিষেক ওয়ানডে-তে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল৷ এদিন ৬৩ রানে অপরাজিত থাকেন ম্যান অফ দ্য সিরিজ রাহুল৷ রাহুলের পাশাপাশি ব্যাট হাতে সফল আরেক ওপেনার করুণ নায়ার৷ দ্বিতীয় ম্যাচে রাহুলের যোগ্য সঙ্গ দেন তিনি৷ বুধবার আবার অভিষেক ম্যাচে ওপেনার হিসেবে নেমেই অর্ধ-শতরান করলেন তরুণ ব্যাটসম্যান ফৈজ ফজল৷ ৬১ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা ফজল৷ এছাড়া গত ম্যাচে অম্বাতি রাইডুর পারফরম্যান্সেও খুশি ক্যাপ্টেন কুল৷ ম্যাচ শেষে তিনি বলেন, “আরও কয়েকজন ব্যাট করার সুযোগ পেলে বেশি ভাল হত৷”

ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলাররাও নিজেদের উপস্থিতি ভালভাবেই টের পাইয়ে দিলেন৷ গত ম্যাচে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন চ্যাহেল৷ এদিন চারটি উইকেট ঝুলিতে পুরলেন যসপ্রীত বুমরাহ৷ অর্থাৎ আর অশ্বিন, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারদের অনুপস্থিতিতেও যে বিপক্ষকে স্বল্প রানে গুটিয়ে ফেলা অসম্ভব নয়, তা স্পষ্ট৷ তরুণদের ভাল ফিল্ডিংয়ের সৌজন্যে চিবাবারা কোনওবারই বড় রানে পৌঁছতে পারেননি৷
ক্যাপ্টেন কুল বলছেন, “পেসার ও স্পিনার, সবাই ভাল খেলেছে৷ বোলিং পারফরম্যান্স নিয়ে আমি দারুণ খুশি৷ ভাল লাগছে (জিম্বাবোয়ের বিরুদ্ধে) টি-টোয়েন্টি সিরিজের পর ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নেব৷” আমার মেয়ে বোধহয় আমাকে চিনতেও পারবে না৷

The post জিম্বাবোয়েকে ব্রাউনওয়াশ করল ধোনির ইয়ং ব্রিগেড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement