shono
Advertisement

মোদির কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’, চিনা সাবমেরিন ঠাঁই পেল না লঙ্কায়

ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এলাকা জুড়ে ভারতীয় নৌবাহিনীর উপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবে না চিন৷ The post মোদির কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’, চিনা সাবমেরিন ঠাঁই পেল না লঙ্কায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 AM May 12, 2017Updated: 03:10 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির কূটনৈতিক চালে বাজিমাত করল ভারত৷ বুদ্ধ পূর্ণিমার পরেই বৌদ্ধদের দেশ শ্রীলঙ্কা সফরে গিয়ে বড় সাফল্য পেলেন প্রধানমন্ত্রী৷ মোদির আর্জি মেনে শ্রীলঙ্কা সরকার সিদ্ধান্ত নিল, চিনা সাবমেরিনকে অস্থায়ীভাবে কলম্বো বন্দরে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না৷ দু’দিনের শ্রীলঙ্কা সফরে বৃহস্পতিবার কলম্বো সফরে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী৷ বৌদ্ধদের আন্তর্জাতিক ভেসাক দিবস পালন উৎসবে যোগ দেবেন তিনি৷

Advertisement

ভারত মহাসাগরে চিনা সাবমেরিনের অবাধ গতিবিধি নিয়ে ভারতের আপত্তি ছিল অনেকদিনের৷ মোদির সফরের আগে থেকে ভারতীয় কূটনীতিকরা শ্রীলঙ্কা সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন বিষয়টি নিয়ে৷ সূত্রের খবর, এই আলোচনা খুব কাছ থেকে ‘মনিটরিং’ করছিল প্রধানমন্ত্রীর দফতর৷ নির্দিষ্ট সময় অন্তর ‘ব্রিফিং’ দেওয়া হচ্ছিল প্রধানমন্ত্রীকে৷ শেষ পর্যন্ত এর সুফল মিলল প্রধানমন্ত্রীর সফরের সময়৷ এদিন মোদি এসে পৌঁছতেই তাঁকে প্রথা মেনে গার্ড অফ অনার দেন সিংহলি সেনারা৷ মোদিকে স্বাগত জানিয়ে নিজের প্রাসাদে নিয়ে যান প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা৷

শ্রীলঙ্কার দুই সেনা অফিসার বিবৃতি দিয়ে জানান, “ভারতের উদ্বেগকে সম্মান জানিয়ে শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছে চিনা সাবমেরিন বা চিনা যুদ্ধজাহাজকে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করতে দেওয়া হবে না৷ মে মাসে চিনা সাবমেরিনের নোঙর করার বা সাময়িক আশ্রয় নেওয়ার কথা ছিল তা বাতিল করছে শ্রীলঙ্কা সরকার৷ কলম্বোর এই সিদ্ধান্তের কথা বেজিংকে জানিয়ে দেওয়া হয়েছে৷”

এই ঘটনাকে বড় সাফল্য হিসাবেই দেখছে সাউথ ব্লক৷ কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডাদেশে স্থগিতাদেশ আদায় করে পাকিস্তানকে চমকে দিয়ে সফলভাবে ‘কূটনৈতিক সার্জিকাল স্ট্রাইক’ করে মোদি সরকার৷ তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের ‘ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক’ টিম মোদির৷ এবার টের পেল না চিন৷ শ্রীলঙ্কার উপকূল থেকে ঠাঁইনাড়া হল চিনের সাবমেরিন৷ অর্থাত্‍ শ্রীলঙ্কার বন্দরে ঠাঁই নিয়ে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এলাকা জুড়ে অবাধ গতিবিধি এবং গবেষণার অজুহাতে ভারতীয় নৌবাহিনীর উপর গুপ্তচরবৃত্তি চালাতে পারবে না চিন৷

কারণ চিনা সাবমেরিনের দরকার জ্বালানি, রসদ ও বিশ্রাম৷ সেজন্য তারা শ্রীলঙ্কার সঙ্গে সামরিকভাবে চুক্তিবদ্ধ হতে চেয়েছিল৷ কিন্তু ভারতের উদ্বেগের কারণে শ্রীলঙ্কা চিনা অনুরোধ খারিজ করে জানাল, চিনের সাবমেরিনকে তারা ঠাঁই দিতে পারবে না৷ শ্রীলঙ্কা ঠিক করেছে তাদের আর্থিক লোকসানে চলা হামবানতোতা বন্দরটি তারা চিনকে ৯৯ বছরের জন্য লিজ দেবে৷ কিন্তু ভারতের আপত্তিতে, শ্রীলঙ্কার ট্রেড ইউনিয়নগুলির বিরোধিতায় এই লিজ দেওয়া শিকেয় তুলে রেখেছে শ্রীলঙ্কা সরকার৷

The post মোদির কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’, চিনা সাবমেরিন ঠাঁই পেল না লঙ্কায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement